বেইজিংয়ে জার্মান রাষ্ট্রদূতকে তলব
১২ সেপ্টেম্বর ২০১৯বার্লিনে চীনের রাষ্ট্রদূত উ কেন এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ে তাদের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে তলবের বিষয়টি নিশ্চিত করেছেন৷
চীনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত গত বুধবার বলেন, সম্প্রতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং হংকংয়ের গণতন্ত্রপন্থিকর্মী জশুয়া ওয়ং এর সঙ্গে বৈঠকে অত্যন্ত নেতিবাচক সংকেত পাঠানো হয়েছে৷ এরপর বেইজিং বলছে, হংকং নিয়ে বিদেশি হস্তক্ষেপের যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে৷
জশুয়া ওয়াংএর সঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে উ কেন বলেন, ‘‘আমি দুর্ভাগ্যক্রমে বলতে চাই, দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এটি নেতিবাচক প্রভাব ফেলবে এবং চীনকে প্রতিক্রিয়া দেখাতে হবে৷''
হংকংয়ে চলমান বিক্ষোভে বিদেশি বাহিনী জড়িত ছিল বলে দাবি করেন উ কেন৷ বিদেশি রাজনীতিবিদদের এ থেকে সরে আসারও আহ্বান জানিয়েছিল তিনি৷ উ বলেছিলেন, চীনের সার্বভৌমত্ব ও সুরক্ষার বিষয়টিকে অবশ্যই সম্মান করতে হবে৷ তাই আমি রাজনীতিবিদদেরকে সহিংস অপরাধ আড়াল করা এবং হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছি, কারণ এটি চীনের অভ্যন্তরীণ বিষয়৷
জশুয়া ওয়ংকে জার্মানিতে প্রবেশ না করাতে বেইজিং বারবার বার্লিনকে বলে আসছিল বলে জানান উ৷ এরপরেও সম্প্রতি ওয়ংকের সঙ্গে বৈঠক করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী৷
হংকংয়ের কোনো বাসিন্দা চীনে গিয়ে অপরাধ করলে তাঁর বিচারের জন্য ওই ব্যক্তিকে চীনে পাঠানো যাবে, এমন একটি বিল উত্থাপন করা হয়েছিল৷ সেই বিল বাতিলের দাবিতে গত কয়েক মাস ধরে হংকংয়ে বিক্ষোভ হচ্ছে৷ মাঝেমধ্যে এই বিক্ষোভ সহিংসতায়ও রূপ নিচ্ছে৷
এই অবস্থায় হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম প্রত্যর্পণ বিলটি স্থগিতের ঘোষণা দিয়ে সেটিকে ‘মৃত' বলেও আখ্যা দিয়েছিলেন৷ কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট না হয়ে আন্দোলন অব্যাহত রাখেন৷ পরে ল্যাম এক ভিডিও বার্তায় বলেন, ‘‘জনগণের উদ্বেগ প্রশমন করতে সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে নেবে৷''
১৯৯৭ সালে ব্রিটিশদের থেকে চীনের কাছে হস্তান্তরের পর হংকংয়ের ইতিহাসে গত কয়েক মাস ধরে চলা এই প্রতিবাদকে সবচেয়ে বড় আন্দোলন বলা হচ্ছে৷
চীনের কাছে হস্তান্তরের সময় যুক্তরাজ্য শহরটির স্বায়ত্তশাসন ও স্বাধীনতা এবং স্বাধীন বিচারব্যবস্থা অটুট রাখার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল৷ হংকংয়ের কারণেই চীনকে ‘এক দেশ, দুই ব্যবস্থাপনার' নীতিতে চলতে হচ্ছে৷
এসআই/কেএম (রয়টার্স, ডিপিএ)