বেকহ্যামের সফট ড্রিঙ্কের ভিডিও নিয়ে বিতর্ক
১৩ এপ্রিল ২০১১তবে অত্যন্ত জনপ্রিয় ঐ সফট ড্রিঙ্কের জন্যে করা ভিডিওটি বাস্তবে নাকি বেশ ভেজাল মিশ্রিত রয়েছে৷ টোরন্টোতে বেকহ্যামকে এই প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যাবার চেষ্টা করেন৷ তবে একসময়ে সাবেক ইংল্যান্ড দলের এই ক্যাপ্টেন বলেন, ‘‘অবশ্যই, সৈকতে আমি পাঁচ থেকে ছয়টি ঘণ্টা সময় পেয়েছি৷ অনুশীলনের জন্যে যা যথেষ্ট সময়৷''
ভিডিওতে দেখা গেছে, খাকি শর্টস এবং সাদা শার্ট পরা বেকহ্যাম হাতে ধরা একটি সফট ড্রিঙ্কের বোতল নীচে নামিয়ে রাখলেন এবং একে একে তিনটি বল বিনে ছুঁড়ে মারলেন৷ এই সময় ক্যামেরায় ধরে রাখে দর্শকদের বিস্ময়৷ দর্শকরা এতো বেশি অভিভূত হয়ে পড়েন, কেননা ম্যানচেস্টার ইউনাইটেড স্টার এই সময়ে খালি পায়ে ছিলেন৷ দেখা যাচ্ছে, বেকহ্যাম এই সময়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন, ‘‘টোল্ড ইউ''৷
তরুণ প্রজন্মের কাছে নিজেদের পণ্য বিক্রি করার জন্যে বড় বড় মার্কিন কোম্পানিগুলো বিখ্যাত এ্যাথলিটদের দিয়ে এইভাবেই সব অবাস্তব ভিডিও তৈরি করে থাকে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন