বেজিং অলিম্পিকে যাচ্ছে জার্মান বাস্কেটবল টিম
২১ জুলাই ২০০৮বেজিং অলিম্পিক শুরু হতে আর প্রায় ৩ সপ্তাহ বাকি৷ গত সপ্তাহেই জার্মানির প্রায় চূড়ান্ত টিম ঘোষণা করা হলেও বাস্কেটবল টিমের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা রয়ে গিয়েছিল৷ কিন্তু গ্রীসের রাজধানী এথেন্সে জার্মানির টিম কোয়ালিফিকেশন ম্যাচে পুয়ের্তো রিকোকে হারিয়ে জয়লাভ করায় জার্মান শিবিরে স্বস্তির নিঃশ্বাস পড়েছে৷ এই জয় গোটা অলিম্পিক টিমের মধ্যে উত্সাহের সঞ্চার করেছে বলে শোনা যাচ্ছে৷ তবে অলিম্পিকের যে গ্রুপে জার্মান টিমকে খেলতে হবে, তা মোটেই সহজ নয়৷ তারকাখচিত মার্কিন …ড্রিম টিম– তো রয়েছেই, আয়োজক দেশ চিন, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, গ্রিস ও অ্যাঙ্গোলাও থাকবে সেই গ্রুপে৷ তবে জার্মান বাস্কেটবল তারকা ডিয়ার্ক নোভিত্স্কিকে ঘিরে অনেক আশা তৈরী হয়েছে৷
বাস্কেটবল টিমের জয়ের ফলে জার্মানি পূর্ব ঘোষণা অনুযায়ী ৪৩৭ জনের অ্যাথলিটদের বেজিং পাঠাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে৷ বুধবার অলিম্পিকে মনোনয়নের শেষ দিন৷ যেসব বিদেশী খেলোয়াড় জার্মানিতে খেলে থাকেন, তাদের কয়েক জনের নিজেদের জাতীয় দলে খেলার অধিকারকে কেন্দ্র করে কিছু জটিলতা এখনো কাটে নি৷ ফলে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কিছুটা অনিশ্চয়তা রয়েই যাচ্ছে৷