বেতনের দাবিতে জার্মানিতে শ্রমিক ধর্মঘট
২৯ অক্টোবর ২০২৪মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে জার্মানির আই.জি. মেটাল ইউনিয়ন ইস্পাত ও বৈদ্যুতিক শিল্পে ধর্মঘট শুরু করে। সোমবার দিবাগত রাত থেকেই কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হতে থাকে।
জার্মানির অটোমোটিভ ও অন্যান্য উৎপাদন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৯ লাখ শ্রমিকের বেতন ও অন্যান্য শর্ত নিয়ে চলমান আলোচনার মধ্যে এই ধর্মঘট শুরু হয়েছে।
আইজি মেটালের তথ্য অনুসারে, উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুক শহরে ফক্সভাগেন কারখানায় ২৫০ জন শ্রমিক ধর্মঘটে যোগ দিয়েছিলেন। হিলডেশাইম শহরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শ্রমিকও সোমবার রাতে ধর্মঘট পালন করেন।
আইজি মেটাল কী বলছে?
হানোফারের ক্লারিওস কোম্পানির প্রায় ২০০ শ্রমিককের উদ্দেশে দেয়া এক বিবৃতিতে আইজি মেটালের প্রতিনিধি ও জেলা ব্যবস্থাপক থর্স্টেন গ্রোগার বলেন, "কারখানাগুলোর উৎপাদন এ মুহূর্তে স্থবির হয়ে আছে এবং অফিসগুলো খালি পরে আছে।"
তিনি বলেন, 'আমাদের অংশীদারদের সঙ্গে আলোচনার টেবিলে যদি আমাদের সহকর্মীদের জন্য কোনো ভালো সমাধান না পাওয়া যায়, তাহলে অবশ্যই অন্যান্য পদক্ষেপের প্রয়োজন রয়েছে।"
আলোচনা চলাকালীন সময়েই আজ আরো কয়েকটি এলাকায় ধর্মঘট হচ্ছে। ইউনিয়ন ১২ মাসের মধ্যে ৭% মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে। তার বিপরীতে নিয়োগকারী প্রতিষ্ঠানসমুহ ২৭ মাসের মধ্যে দুই ধাপে ৩.৬% বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
ফক্সভাগেন সংকট নিয়ে আলোচনা
মঙ্গলবার তাদের তৃতীয় দফার আলোচনায় জার্মানির অটোমোবাইল জায়ান্ট ফক্সভাগেন বেশ কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়ার্কস কাউন্সিলের নেতা ফক্সভাগেনের কর্মীদের জানান, তারা জার্মানিতে অন্তত তিনটি কারখানা বন্ধ করতে চাচ্ছে এবং এতে বেশ কয়েক হাজার কর্মী চাকরিচ্যুত হবে।
বন্ধ হয়ে যাওয়ার পথে থাকা ওসনাব্রুক কারখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করার পরিকল্পনা করা হয়েছে। আঞ্চলিক যৌথ শিল্প চুক্তির আওতাধীন এই কারখানাটি ফক্সভাগেন কোম্পানির যৌথ চুক্তির মধ্যে নেই।
এসএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)