1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেনজির হত্যার ৫ বছর পূর্তি, নেতৃত্বে শূন্যতা

আলতাফ খান/আরআই২৭ ডিসেম্বর ২০১২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর পাঁচ বছর পার হয়ে গেল৷ তাঁর মৃত্যুর পর তাঁর দল, এমনকি পাকিস্তানের জাতীয় পর্যায়ে নেতৃত্বের মধ্যেও শূন্যতা দেখা যাচ্ছে৷

https://p.dw.com/p/179Zx
Pakistan's former Prime Minister Benazir Bhutto arrives to address to her last public rally in Rawalpindi, Pakistan. Bhutto was assassinated with 20 others in a suicide attack as she left the rally. A Pakistani government prosecutor said Saturday Nov. 5, 2011, a court has indicted seven men on charges of killing country's former Prime Minister Benazir Bhutto.
ছবি: dapd

২০০৭ সালের ২৭শে ডিসেম্বর জনতার মধ্যে থাকাবস্থাতেই আততায়ীর হামলায় প্রাণ হারান রাজনীতিক বেনজির ভুট্টো৷ পাকিস্তানের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে ভুট্টো পরিবারের নাম৷ তবে বাবা জুলফিকার আলী ভুট্টোর মতো নিজেও রাজনীতির বলি হন বেনজির ভুট্টো৷ তাঁর হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়ে পাকিস্তান সহ গোটা বিশ্ব৷ অথচ জাতিসংঘের তদন্ত কমিশন, এমনকি তাঁর নিজের দল পাকিস্তান পিপলস পার্টিও এখন পর্যন্ত এই ঘটনার কোনো সুরাহা করতে পারেনি৷

বেনজিরের মৃত্যু পাকিস্তানের নেতৃত্বে শূন্যতা তৈরি করেছে৷ যেমন বললেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফারুক হামিদ খান৷ তাঁর কথায়, ‘‘বেনজিরের মৃত্যুতে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনও পূরণ হয়নি৷''

Bilawal Bhutto Zardari press conference.Oxford law student Bilawal Bhutto Zardari, son of the former Pakistan Prime Minister Benazir Bhutto, speaks at a press conference in a central London hotel as he returns to the UK to resume his studies
অবশেষে রাজনীতিতে নিজের নাম লেখালেন বেনজির-পুত্র বিলাওয়াল...ছবি: picture-alliance/dpa

উল্লেখ্য, দুই দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেনজির ভুট্টো৷ তবে কোনোবারই মেয়াদ শেষ করতে পারেননি তিনি৷ যদিও মুসলিম বিশ্বের প্রথম নারী সরকার প্রধান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক পরিচিতি পান বেনজির৷ তবে তাঁর সরকারের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তাঁর গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে৷ বেনজিরের মৃত্যুর ফলাফল কি? জানতে চাইলে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাক হাসান আসকারি রিজভি বলেন, ‘‘এই ঘটনার দুটি ফলাফল রয়েছে৷ একদিকে, মানুষ উগ্রবাদের ভয়াবহতাকে চিনেছে এবং গণতন্ত্রের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে৷ অন্যদিকে, দলের নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছে – সেটা এখনও পূরণ হয়নি৷''

বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি তাঁর নিজ দল পিপিপি-র মধ্যেই জনপ্রিয় হয়ে উঠতে পারেন নি৷ ওদিকে, মায়ের পঞ্চম মৃত্যু দিবসে অবশেষে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি৷ তবে বয়স অনেক কম হওয়ায় দলের নেতৃত্বের ভার তিনি কতটুকু নিতে পারবেন, সেটা নিয়ে সন্দেহ রয়েই গেছে৷ এ অবস্থাতে কেবল পিপিপি নয়, গোটা পাকিস্তানই নতুন নেতৃত্ব খুঁজছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য