বৈচিত্র্যময় ও দায়িত্বশীল পৃথিবী চিনবেন যেখানে
লোনলি প্ল্যানেটের ২০২১ সালের উল্লেখযোগ্য ভ্রমণের তালিকায় উঠে এসেছে বিভিন্ন সচেতন উদ্যোগের, শহরের কথা৷ বাছাই ১০ দেখুন এই ছবিঘরে...
ইতিহাসের সাথে বাস্তব মিশিয়ে
সিরিয়ায় যুদ্ধের কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে জার্মানির বার্লিনে আসেন হেশাম মোয়াদামানি৷ এখন পড়াশোনার পাশাপাশি ‘রিফিউজি ভয়েসেস ট্যুর’ নামের একটি ট্যুর পরিচালন করেন তিনি, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে জার্মানিতে অভিবাসনের ইতিহাসকে মেলাতে শেখান তিনি৷ এই ট্যুরটি লোনলি প্ল্যানেটের তালিকায় স্থান পেয়েছে ‘পরিবর্তিত বিশ্বে পরিবর্তিত ধরনের ভ্রমণ’ বিভাগে৷
গৃহহীনদের চোখে
যুক্তরাজ্যের ‘ইনভিজিবল সিটিজ’ বা অদৃশ্য শহর নামের এই প্রকল্প পর্যটকদের গৃহহীনদের দৃষ্টিভঙ্গিতে কোনো শহরকে দেখায়৷ এই কাজের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গৃহহীনদের আগে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এরপর এই কাজ থেকে উপার্জনও করতে পারেন গৃহহীনরা৷
ফ্যারো দ্বীপের গল্প
ডেনমার্কের অংশের এই দ্বীপ পর্যটকদের কাছে আকর্ষণীয় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়৷ এখানের সমষ্টিগত জীবনও ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়াচ্ছে৷ যেমন প্রতি বছর এপ্রিল মাসে এই দ্বীপ পর্যটনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে৷ সেই সময়, স্থানীয়রা একশজন স্বেচ্ছাসেবীদের নিযুক্ত করেন দ্বীপের নানাবিধ রাস্তা-সারাই ও অন্যান্য মেরামতির কাজে৷
ইথিওপিয়ার টেসফা ট্যুরস
ইথিওপিয়ার টেসফা ট্যুরস এই তালিকায় স্থান কেড়ে নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভ্রমণের চেতনাকে ছড়িয়ে দেবার কারণে৷ এখানে স্থানীয়রাই বাইরে থেকে আসা পর্যটকদের এই অঞ্চল ঘুরিয়ে দেখান৷ ফলে, প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার সাথে এখানের জীবনযাপন ও লোক-ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পারেন পর্যটকরা৷
কলম্বিয়ার মেডেয়িন
বিশ্বের অন্যতম বিপজ্জনক শহরগুলির তালিকা থেকে লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকা - দুটিতেই জায়গা করে নিয়েছে কলম্বিয়ার শহর মেডেয়িন৷ অত্যাধুনিক পরিবেশবান্ধব গণপরিবহন কেড়েছে বিশ্বের বহু পর্যটকদের নজর৷ বর্তমানে, দারিদ্র্য ও অপরাধের অতীতকে পেছনে ফেলে নাচ-গান-পর্যটনের আদর্শ মেলবন্ধনের নজির এই শহর৷
কবিকে চেনায় যে ট্রেক
ইটালিয়ান কবি ও দার্শনিক দান্তে আলিঘিয়েরির নামে নাম রাখা হয়েছে ইটালির রাভেনা থেকে ফ্লোরেন্সের একটি ট্রেক-পথের৷ ‘লে ভিয়ে দি দান্তে’ নামের এই ট্রেক-পথে হাঁটতে হাঁটতে এই বিখ্যাত কবিকে আরও ভালোভাবে চিনতে পারবেন ট্রেকাররা৷ সাথে, পরিবেশবান্ধব হোটেলে রাত্রিযাপনও এই ৩৯৫ কিলোমিটার দীর্ঘ ট্রেকের অংশ৷
অ্যান্টিগুয়া ও বারবুডা দ্বীপ
২০১৭ সালে হারিকেন আরমা তছনছ করে দেয় ক্যারিবীয় এই দুটি দ্বীপকে৷ এছাড়া, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ন্ত জলসীমা আস্তে আস্তে গ্রাস করছে এই দ্বীপদ্বয়কে৷ তাই, পরিবেশবান্ধব পর্যটনই এই দ্বীপের মূল স্লোগান৷ প্লাস্টিক ও পলিস্টিরিনের যে কোনো পণ্য এই দ্বীপে নিষিদ্ধ৷
তালিকায় ক্যানাডার ট্রেনও
অত্যাধুনিক ও বিলাসবহুল হলেও পরিবেশবান্ধবতা থেকে একচুল নড়েনি ক্যানাডার রকি পর্বতমালার ট্রেন ‘রকি মাউন্টেনিয়ার’৷ এই ট্রেনের কার্বন নিঃসরণ মাত্রা অত্যন্ত কম৷ আর বিলাসিতার অঙ্গ হিসাবে রয়েছে লিফট, দৃষ্টিনন্দন আসবাব, বড় জানালা ও রেস্টুরেন্টও৷
বৈচিত্র্যের কারণে তালিকায় যারা
জর্ডানের আম্মান শহর বিখ্যাত তার লেভান্টাইন ও বেদুইন ধারার কারণে৷ পাশাপাশি, এই শহর বহু দশক ধরে বজায় রেখেছে তার সংগীত, কলা ও নানাধর্মী চিন্তার অভ্যাস৷ একাধিক ইতিহাসের মিলনস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম নিদর্শন এই শহর ২০২১ সালের লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকায়৷
‘হুইল দ্য ওয়ার্ল্ড’
পর্যটনে বৈচিত্র্য ও সাম্য আনার অভিনব চেষ্টার ফলে তালিকায় এসেছে ক্যালিফোর্নিয়ার সংস্থা ‘হুইল দ্য ওয়ার্ল্ড’৷ তিরিশটিরও বেশি হুইলচেয়ার-বান্ধব ভ্রমণ-ট্যুর রয়েছে তাদের পরিষেবায়, যা থেকে বাদ পড়েনি মাচ্চুপিচ্চু বা স্কাইডাইভিং বা মরুভূমিতে রাত কাটানোর অভিজ্ঞতাও৷
আন্দ্রেয়াস কির্শহফ/এসএস (লোনলি প্ল্যানেট)