ব্যাংকসির বিচিত্র হোটেল
ব্রিটিশ গ্রাফিতি-শিল্পী ব্যাংকসি সবসময় শিরোনামে থাকলেও বর্তমানে খবরে উঠে এসেছে তাঁর সাজানো বেথলেহেমের একটি হোটেল৷ বিস্তারিত দেখুন এই ছবিঘরে৷
দেওয়ালের দোরগোড়ায় হোটেল
২০১৭ সালে ফিলিস্তিনে ব্রিটিশ সামরিক দখল একশ’ বছরে পা দেয়৷শতবর্ষব্যাপী এই আগ্রাসনের প্রতিবাদে গ্রাফিত্তি-শিল্পী ব্যাংকসি যীশুখ্রীষ্টের জন্মভূমি বেথলেহেমে ‘ওয়ালড অফ হোটেল’ নির্মাণ করেন৷ জনসাধারণের জন্য উন্মুক্ত এই হোটেলটির প্রতিটি ঘর আরো দু’জন শিল্পীর সাথে মিলে সাজিয়েছেন খোদ ব্যাংকসি৷ প্রতিটি ঘর থেকেই দেখতে পাওয়া যায় ফিলিস্তিন দখলের প্রতীক, ইজরায়েল ও ফিলিস্তিনের মাঝের দেওয়াল৷
কে এই ব্যাংকসি?
ব্যাংকসি ইংল্যান্ডের অধিবাসী একজন সক্রিয় বেনামি স্ট্রিট আর্টিস্ট, রাজনৈতিক কর্মী ও চিত্র পরিচালক৷ রাজনৈতিক ভাষ্যে ভরপুর তাঁর বিদ্রূপাত্মক সৃষ্টিগুলি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রাস্তায়, দেয়ালে ও সেতুর গায়ে দেখতে পাওয়া যায়৷ বিতর্কিত এই শিল্পীর পছন্দের বিষয়বস্তু ইজরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ছাড়াও বিশ্ব রাজনীতি, শোষণ, নিপীড়ন ও সামাজিক বৈষম্যের নানা গল্প৷
‘সবচেয়ে খারাপ দৃশ্য’
ইজরায়েলি অধিগ্রহণের প্রতীক দেওয়ালটি দেখা যায় ‘ওয়ালড অফ হোটেল’-এর সব ঘর থেকেই৷ ব্যাংকসি নিজের হাতে সাজানো হোটেলের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘‘বিশ্বের যে কোনো হোটেলের তুলনায় এই হোটেলে রয়েছে সবচেয়ে খারাপ দৃশ্য৷’’ ফিলিস্তিনিদের কাছে যে দেওয়াল অত্যাচারের প্রতীক, সেই দেওয়ালকেই ‘সবচেয়ে খারাপ দৃশ্য’-এর মর্যাদা দিয়েছেন এই শিল্পী৷
দেওয়াল থেকে দেওয়ালে
ইজরায়েল ও ফিলিস্তিনের মাঝের প্রাচীর থেকে মাত্র কয়েক মিটার দূরেই এই ‘ওয়ালড অফ হোটেল’৷ ইজরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম তীরের কাছের এই হোটেলের নামটিও তাই দেওয়ালের মতোই এই অঞ্চলের স্থানীয় রাজনীতির প্রতিফলন৷
যুদ্ধকালীন অন্দরসজ্জা
ব্যাংকসির তুলির ছোঁয়ায় এই অভিনব হোটেলের একটি ঘরের দেওয়ালে দেখা যাচ্ছে এক ফিলিস্তিন যুবকের সাথে বালিশ-যুদ্ধে রত সামরিক বাহিনীর এক সদস্য৷ এভাবেই বারবার নানা মাধ্যমে প্রতিবাদকে মিশিয়েছেন ব্যতিক্রমী এই শিল্পী৷