1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

ব্যাংকে টাকা ট্রান্সফার বেশি, তোলা কম

১২ ডিসেম্বর ২০২২

ব্যাংক থেকে টাকা তোলার চেয়ে অন্য ব্যাংকে সরিয়ে নেওয়া হচ্ছে বেশি, এমন গুজবই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ যদিও রোববার ঢাকার গুলশান ও বনানী এলাকায় ৮টি ব্যাংকের ১০টি শাখার চিত্র ভিন্ন দেখা গেছে৷

https://p.dw.com/p/4KoBP
ব্যাংক থেকে টাকা তোলার চেয়ে অন্য ব্যাংকে সরিয়ে নেওয়া হচ্ছে বেশি, এমন গুজবই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ যদিও রোববার ঢাকার গুলশান ও বনানী এলাকায় ৮টি ব্যাংকের ১০টি শাখার চিত্র ভিন্ন দেখা গেছে৷
সাম্প্রতিক সময়ে নানা কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের ব্যাংক খাতছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

সেসব ব্যাংকে গ্রাহকেরা টাকা তোলার পাশাপাশি জমাও করছেন৷ তবে কয়েকটি ব্যাংকে অনলাইন ও চেকের মাধ্যমে অর্থ স্থানান্তর বেড়েছে৷ কয়েকটি ব্যাংকের গ্রাহকেরা এখন টাকা রাখতে নিরাপদ ব্যাংক খুঁজছেন৷ এতে এক ব্যাংক থেকে টাকা অন্য ব্যাংকে যাচ্ছে৷ তবে বেশির ভাগ গ্রাহক নগদ টাকা উত্তোলন না করে অনলাইনে বা চেকের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা সরিয়ে নেওয়ার ফলে ব্যাংকে নগদ টাকার তেমন সংকট হচ্ছে না৷

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ঢাকার এয়ারপোর্ট সড়ক দিয়ে বনানীতে প্রবেশের শুরুতে বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখা৷ গতকাল সকালে ব্যাংকটির ওই শাখায় গিয়ে কোনো গ্রাহক দেখা গেল না৷ এবি ব্যাংকের বনানী শাখায় দেখা গেল, দুজন গ্রাহক টাকা উত্তোলন করতে ও একজন গ্রাহক টাকা জমা দিতে এসেছেন৷ এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের বনানী শাখায় গিয়েও স্বাভাবিক চিত্রই দেখা গেল৷

বেসরকারি খাতের দেশি মালিকানাধীন সিটি ব্যাংকের বনানী শাখায় গিয়েও দেখা গেল, ৮-১০ জন গ্রাহক অপেক্ষায় ছিলেন৷ তাঁদের বেশির ভাগই এসেছেন ক্রেডিট কার্ডের বিল জমা দিতে৷ কেউ কেউ বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নতুন হিসাব খুলতে এসেছেন৷ একজন গ্রাহক টাকা তোলার জন্য এসেছেন৷

ইকবাল সেন্টারের প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় বেশ ভিড় দেখা গেছে৷ আর এটাই স্বাভাবিক চিত্র বলে ব্যাংকটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন৷

 এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য