1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষা করতেই হবে

১৬ ডিসেম্বর ২০১১

নভেম্বর মাসে দক্ষিণ অ্যামেরিকার আটটি দেশের প্রতিনিধিরা ব্রাজিলের মানাউসে মিলিত হন৷ লক্ষ্য, ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষা করা, গাছ কাটা বন্ধ করা এবং অবৈধভাবে গাছের গুঁড়ি বা কাঠ এবং খনিজ পদার্থ পাচার রোধ করা৷

https://p.dw.com/p/13TzI
আমাজন নদীছবি: AP

আটটি দেশ থেকে আগত প্রতিনিধিরা সবাই একবাক্যে বলেন, দক্ষিণ অ্যামেরিকাকে সবুজ রাখতে, সেখানকার গাছ-গাছালি এবং প্রকৃতিকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ এখনই গ্রহণ করতে হবে৷

দেশগুলোর মধ্যে ছিল ব্রাজিল, বলিভিয়া, কলাম্বিয়া, এক্যুডর, গিয়ানা, পেরু, সুরিনাম এবং ভেনিজুয়েলা৷ আগামী বছরের জুন মাসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে স্থায়ী উন্নয়ন সংক্রান্ত জাতিসংঘের একটি সম্মেলন৷ সেখানেও এই দেশগুলো বেশ স্পষ্ট করেই তাদের বক্তব্য তুলে ধরতে চায়৷

আমাজন নদীর আশেপাশের বন হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট এবং বিশুদ্ধ পানির উৎস৷ ১৯৭৮ সালে আমাজন এলাকা রক্ষা করতে দক্ষিণ অ্যামেরিকার দেশগুলো একটি চুক্তি সই করে৷ নাম আমাজন কোঅপারেশন ট্রিটি৷ এই চুক্তি অনুযায়ী একটি বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয় ২০০৮ সালে৷ গাছ কাটা বন্ধ করার ওপর জোর দেয়া হয় এবং এর পাশাপাশি টেকসই উন্নয়নের দিকেও নজর দেয়ার কথা বলা হয়৷

NO FLASH Xingu Fluss in Brasilien Belo Monte Kraftwerk
আমাজন নদীর আশেপাশে এই বনই হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্টছবি: AP

জীবন দিচ্ছেন পরিবেশবাদীরা

ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ব্রাজিলের বেশ কয়েকজন পরিবেশবাদী৷ এ বছরের মাঝামাঝিতে ব্রাজিলের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে৷ ব্রাজিলের দুজন শীর্ষ পরিবেশবাদী ছিলেন জোসে ক্লডিও রিবেরিও দ্যা সিলভা এবং তাঁর স্ত্রী৷ এ বছরের মে মাসে তাদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়৷ তাদের দোষ তারা ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন৷

তবে বলা প্রয়োজন যে, ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষা করতে গিয়ে এ পর্যন্ত বেশ কয়েকজন পরিবেশবাদীকে জীবন দিতে হয়েছে৷ এরা নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষায় সোচ্চার ছিলেন৷ জোসে ক্লডিও রিবেরিও দ্যা সিলভা ছিলেন এদের অন্যতম৷ তিনি বেশ ভাল করেই জানতেন, যেভাবে তিনি ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষায় সোচ্চার হয়েছেন এর ফলে বেশিদিন তিনি বেঁচে থাকবেন না৷ ক্লডিও দ্যা সিলভা বলেছিলেন, ‘‘আমাজন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা মেনে নেয়া আমার পক্ষে অসম্ভব৷ আমি এখানে বড় হয়েছি, এই বনের ফল খেয়ে বেঁচেছি, ছায়ায় ছায়ায় হেঁটেছি৷ আমার ছোটবেলার প্রতিটি স্মৃতির সঙ্গে মিশে রয়েছে এই রেন ফরেস্ট৷ আমি জানি এই রেন ফরেস্ট রক্ষা করতে চাই বলে যে কোন মুহূর্তে একটি বুলেট এসে আমাকে আঘাত করতে পারে৷ আমি আজ হয়তো এখানে আছি, কথা বলছি, সবাইকে সচেতন করার চেষ্টা করছি৷ এমনও হতে পারে যে একমাসের মধ্যেই আমাকে মেরে ফেলা হয়েছে৷ আমি চলে গেছি অনেক দূরে৷''

NO FLASH Xingu Brasilien Amazonas Staudamm Proteste
ব্রাজিলের রেন ফরেস্ট রক্ষা করতে গাছ কাটা বন্ধ করতে হবে, রোধ করতে হবে খনিজ পদার্থের পাচারও...ছবি: AP

মৃত্যুর মাত্র কয়েকদিন আগে একটি জনসভায় এই কথাগুলো বলেছিলেন জোসে ক্লডিও রিবেরিও দ্যা সিলভা৷ এ বছরের মে মাসে তাঁকে এবং তাঁর স্ত্রীকে ঘাতকরা গুলি করে মারে৷ পরিবেশবাদীরা প্রতিবাদে আরো বেশি সোচ্চার হয়েছিলেন৷ কিন্তু অনেকের কাছেই এসব মৃত্যু স্বাভাবিক৷ কারণ আরো অনেক পরিবেশবাদী জীবন দিয়েছেন৷ এরা জীবন দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের রক্তের বিনিময়ে আমাজনকে রক্ষা করা সম্ভব হচ্ছে না৷ চিকো মেন্ডেস ছিলেন আরেক পরিবেশবাদী৷ তিনিও মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন বেশ স্বাভাবিকভাবেই৷ চিকো মেন্ডেস এভাবেই আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে, ‘‘বন্দুকধারীরা সারাক্ষণই আমাদের আশেপাশে ঘুরছে সুযোগের অপেক্ষায়৷ যে বা যারা তাদের ভাড়া করেছে তারা যেভাবেই হোক আমাকে নিশ্চিহ্ন করতে চায়৷''

বন উজাড় করতে একদল ব্যস্ত আরেকদল রক্ষা করতে

ব্রাজিলের অনেক মানুষই মনে করে আমাজনের জঙ্গল ফুলে-ফলে ভরা৷ সেখানে থেকে জীবিকা নির্বাহ করা যে কারো পক্ষে সহজ৷ কিন্তু এর পাশাপাশি অনেকেরই প্রয়োজন বাসস্থানের৷ তারা এগিয়ে যায় বন উজাড় করতে৷ আর তখনই বাধে সংঘাত, সংঘর্ষ৷

১৯৮৫ সালে থেকে এপর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এসব সংঘর্ষে৷ ১৯৯৬ সালে একদল বিক্ষোভকারীর ওপর চাড়াও হয় পুলিশ৷ ভিডিওতে তা ধারণ করা হয় এবং টেলিভিশনে তা প্রচার করা হয়৷ ভূমি রক্ষা করতে এসব বিক্ষোভকারী জড়ো হয়েছিল৷ তাদের কাছ থেকে জোর করে তাদের বাসস্থান কেড়ে নেয়া হচ্ছিল৷ সেই সংঘর্ষে প্রায় ১৯ জন মারা যায়৷ তবে বেশির ভাগ ঘটনাই অজানা থেকে যায়৷

গত বছর আমাজনের বুক থেকে প্রায় ৭ হাজার বর্গ কিলোমিটার জায়গা ছিনিয়ে নেয়া হয়৷ গাছ কেটে পরিষ্কার করে ফেলা হয়৷ আমাজন হারিয়েছে এ পর্যন্ত প্রায় ২৭ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা৷ আমাজন রক্ষা করার জন্য যে তহবিল তৈরি করা হয়েছে সেখানে জমা পড়েছে ৫৮ মিলিয়ন ডলার অথচ প্রয়োজন অন্তত ১ বিলিয়ন ডলার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য