জঙ্গি আক্রমণের পর থমথমে লন্ডন
২২ মার্চ ২০১৭পুলিশ প্রথম ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলে গণ্য করছে৷ দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তা বোঝা যাচ্ছে না৷ অর্থাৎ ছুরি হাতে আক্রমণ ও গাড়ি চালিয়ে মানুষজনকে আহত করার ঘটনা দু’টির মধ্যে কোনো যোগ আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷
ডোনাল্ড টুস্কের মন্ত্রীসভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকর্স্কি অকুস্থলে একটি ভিডিও তুলে পরে তা পোস্ট করেছেন৷
এক রয়টার্স ফটোগ্রাফার ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর অন্তত এক ডজন মানুষকে পড়ে থাকতে দেখেছেন, বলে জানিয়েছেন৷ তাঁর ছবিতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, তাদের মধ্যে একজনকে একটি বাসের নীচে৷
স্কাই নিউজ জানাচ্ছে, আততায়ী দৃশ্যত পার্লামেন্টের সিকিউরিটি গেট দিয়ে জোর করে ঢুকে একজন পুলিশ অফিসারকে আক্রমণ করে৷
অন্যদিকে বিবিসি এবং অন্যান্য মিডিয়া জানায় যে, পুলিশ গুলি চালিয়ে আততায়ীকে গুরুতরভাবে আহত করে৷
এই ঘটনার জেরে ব্রিটেনে আতঙ্ক ছড়িয়েছে৷ বাইরে গুলির আওয়াজ শোনা যাওয়ার পর পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়৷ পার্লামেন্টের ভিতরে যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক এবং কর্মীরা আছেন, তাঁদের বাইরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ টুইটারে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা জানিয়েছেন যে, তাঁরা গুলির শব্দ শুনেছেন৷
প্রধানমন্ত্রী টেরেসা মে অক্ষত অবস্থায় আছেন, বলে তাঁর কার্যালয়ের তরফ থেকে জানানো হয়৷ তবে তিনি ঠিক কোথায় আছেন, তা জানা যায়নি৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’টি ঘটনায় মোট চারজন নিহত হয়েছে বলে জানা গেছে৷ এদের মধ্যে আততায়ী ছাড়াও আছেন একজন পুলিশ অফিসার ও একজন নারী৷ উনি গাড়ির ধাক্কায় নিহত হন৷ এছাড়া অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর৷
পার্লামেন্ট স্কোয়ারে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার নেমেছে ও সশস্ত্র পুলিশ ঢাল সহ পার্লামেন্ট ভবনে ঢুকেছে৷
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপোর্টারদের বলেছেন যে, তাঁকে লন্ডনের ঘটনাবলী সম্পর্কে অবহিত করা হয়েছে৷
এ হামলা দু’টির পিছনে কারা ছিল – তা তদন্ত করে দেখছে একটি বিশেষ দল৷
এসি/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)