ব্রিটেনে প্রথম করোনা ভ্যাকসিন পেলেন ৯০ বছরের দাদি
৮ ডিসেম্বর ২০২০মঙ্গলবার থেকে বায়োনটেক-ফাইজার ভ্যাকসিন দিতে শুরু করেছে ব্রিটেন৷ প্রথম ধাপে দেয়া হবে আট লাখ ডোজ৷ তবে এই পর্যায়ে সবাই পাবেন না৷ আগে পাবেন বয়স যাদের ৮০-র বেশি, কিংবা যারা এতদিন করোনার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতার থেকে লড়েছেন৷
সুতরাং করোনায় জীবনাবসানের আশঙ্কা থেকে মুক্তি মিলবে অনেকের৷ নিজের ৯১তম জন্মদিনের এক সপ্তাহ আগে সবার আগে সেই মুক্তির আস্বাদটা পেলেন মার্গারেট কিনান৷ ভোর ছয়টা ৩১ মিনিটে তাকে ভ্যাকসিনের প্রথম ডোজটা দেয়ার পর থেকে খুব খুশি তিনি৷ ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রিতে টিকা নেয়ার পর আগেভাগে সেরা জন্মদিনের উপহার পাওয়ার আনন্দ যেন টোল পড়েছে শতভাঁজের গালে, ‘‘প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান আর সুবিধাভোগী মনে হচ্ছে৷ অনেকদিন পর নতুন বছরে আমার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবো ভেবে ভীষণ আনন্দ হচ্ছে৷ মনে হচ্ছে যেন একটু আগেই জন্মদিনের সেরা উপহারটা পেয়ে গেলাম৷’’
ব্রিটেনের বেশির ভাগ মানুষ ভ্যাকসিন পাবেন আগামী বছর৷ এ কথা মনে রেখে ইতিমধ্যে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের সিইও সাইমন স্টিভেন্স৷
এসিবি/কেএম (এপি, এএফপি)