ব্রেক্সিট চুক্তিতে কোনো পরিবর্তন নয়
১৪ ডিসেম্বর ২০১৮শুক্রবার আবারো ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে যে, ব্রেক্সিট চুক্তিতে কোনো পরিবর্তন আনা হবে না৷ তবে ইইউ নেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-কে আশ্বস্ত করেছেন, ২০২১ সালের আগেই একটি নতুন যুক্তরাজ্য-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করবেন৷
যৌথ বিবৃতিতে ইইউ'র ২৭ সদস্য রাষ্ট্রের নেতারা জানান, তাঁরা যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব করে ফেলতে চাইছেন৷ কারণ, ব্রেক্সিটের পরও পেছনের দরজা খোলা রাখার যে ‘ব্যাকস্টপ' পরিকল্পনা নিয়ে এত সমালোচনা, তার ইতি টানা জরুরি৷
ব্যাকস্টপ পরিকল্পনাটি হলো, ব্রিটেন বেরিয়ে গেলেও যদি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ব্রিটেন-ইইউ বাণিজ্য চুক্তি না হয়, তাহলে ব্রিটেন নিয়ন্ত্রিত নর্দার্ন আয়ারল্যান্ড ও ইইউ'র সদস্য আয়ারল্যান্ডের বাণিজ্য সীমানা খোলা রাখা হবে৷
এই চুক্তির ব্যাপারে যুক্তরাজ্যের সংসদের কট্টর রক্ষণশীলদের পক্ষে আনতে রীতিমতো ঘেমে-নেয়ে একাকার হয়ে গেছেন টেরেসা মে৷ বিশেষ করে ব্যাকস্টপ পরিকল্পনার সুযোগে যুক্তরাজ্যের ওপর ইইউ নানান নীতি-সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য চাপিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যরা৷
মে ব্রাসেলসে ইইউ নেতাদের কাছে ‘আইনি ও রাজনৈতিক আশ্বাস' চেয়েছেন যেন ব্যাকস্টপ পরিকল্পনাটি স্বল্পস্থায়ী হয়৷ কিন্তু সম্মেলনে ইইউ নেতারা বলেন, ঠিক কী ধরনের আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী চাইছেন তা তাঁদের কাছে পরিষ্কার নয়৷
এদিকে, ব্রেক্সিট চুক্তি আদৌ ব্রিটিশ সংসদে পাশ হবে কিনা তা নিয়ে শঙ্কা কাটছে না৷ এরই মধ্যে চুক্তি বিষয়ে ভোট হবার কথা ছিল৷ কিন্তু নিশ্চিত বাতিল হবে এমন শঙ্কায় মে ভোট বাতিল করেন৷ এরপরই তাঁর দলের সংসদ সদস্যদের একটি অংশ তাঁর প্রধানমন্ত্রিত্বের ওপর অনাস্থা আনেন৷ সেই অনাস্থার ওপর ভোট হয়৷ সেখানে প্রায় দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বেঁচে যান মে৷
জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)