কারাগারে ‘ব্লেড রানার'
৬ জুলাই ২০১৬অস্কার পিস্টোরিয়াসের – না, তিনি সাধারণ কোনো অ্যাথলেট ছিলেন না৷ অসুখের কারণে মাত্র এক বছর বয়সেই পিস্টোরিয়াসের হাঁটুর নীচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছিল৷ কিন্তু তারপরও দমে যাননি তিনি৷ বরং কার্বন ফাইবার ব্লেডের ওপর ভর দিয়ে দৌড়ে ‘ব্লেড রানার' নামে খ্যাত হয়েছিলেন পিস্টোরিয়াস৷ ২০১২ সালে অলিম্পিকেও অংশ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট৷
এর আগে ২০০৮ সালের বেইজিং প্যারালিম্পিকে একশ, দু'শ এবং তিন'শ মিটার দৌড়ে সোনা জয় করেন তিনি৷ এমনকি টাইম ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যেও ছিলেন এই ক্রীড়াবিদ৷
অথচ ইতিহাসের পাতা থেকে উঠে এসে এই ক্রীড়াবিদ যেন অচিরেই মিলিয়ে গেলেন তমসে৷ ২০১৩ সালের ‘ভালোবাসা দিবসে' খুন হন তাঁর বান্ধবী৷ খুনের দায়ে অভিযুক্ত হন পিস্টোরিয়াস৷ তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয় রিভার মৃতদেহ৷ দেহে চার-চারটি গুলির ক্ষতচিহ্ন ছিল সেই স্বর্ণকেশীর৷
ডিজি/এসিবি
‘ব্লেড রানার’-এর এই করুণ পরিণতি সম্পর্কে আপনার মন্তব্য কী? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷