বয়কটের আর্থিক প্রভাব কেমন?
বিভিন্ন মুসলিমপ্রধান দেশে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে৷ প্রতিবাদের অস্ত্র হিসেবে পণ্য বয়কট কতটা আর্থিক প্রভাব ফেলে তা জানার চেষ্টা করা হয়েছে ছবিঘরে৷
ডেনমার্কে রপ্তানি হ্রাস
২০০৫ সালে ডেনমার্কের দৈনিক পত্রিকা ‘ইওলান্ত পস্টেন’-এ মহানবি (সাঃ)-এর কার্টুন প্রকাশিত হয়৷ এর প্রতিবাদে ডেনিশ পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছিল৷ ফলে ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটির রপ্তানি সাড়ে ১৫ শতাংশ কমে গিয়েছিল বলে সরকারি তথ্যে জানা গেছে৷ আগের বছরের একই সময়ের তুলনায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ছিল প্রায় এক হাজার ৩২৯ কোটি টাকা৷
যুক্তরাষ্ট্রে ফ্রান্সের পণ্য বয়কট
২০০৩ সালে ‘গণবিধ্বংসী অস্ত্র’ থাকার অভিযোগ এনে ইরাকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন জর্জ বুশ৷ এর বিরোধিতা করে নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার হুমকি দিয়েছিল ফ্রান্স৷ ফলে যুক্তরাষ্ট্রে ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হয়৷ ক্যাপিটল হিলের রেস্তোরাঁগুলোতে ‘ফ্রেঞ্চ ফ্রাই’য়ের নাম পরিবর্তন করে ‘ফ্রিডম ফ্রাই’ করা হয়৷ এক গবেষণা বলছে, বয়কট আহ্বানের শীর্ষ সময়ে ফরাসি ওয়াইনের সাপ্তাহিক বিক্রি ২৬ শতাংশ কমে গিয়েছিল৷
ইসরায়েলের বিরুদ্ধে বয়কট
ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণের প্রতিবাদে ২০০৫ সালে ‘বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাঙকশনস’ বা বিডিএস নামে একটি মুভমেন্ট শুরু হয়৷ এই আন্দোলনের অর্থনৈতিক প্রভাব কেমন, তা নিয়ে বিতর্ক আছে৷ ২০১৫ সালে ইসরায়েলি সরকারের ফাঁস হওয়া এক নথি জানায়, দেশটির অর্থনীতিতে বিডিএস-এর আর্থিক প্রভাবের পরিমাণ বছরে ১৪০ কোটি ডলার৷ ঐ বছরই ব়্যান্ড কর্পোরেশন জানায়, ১০ বছরে আর্থিক প্রভাবের পরিমাণ হতে পারে ৪,৭০০ কোটি ডলার৷
চীনে জাপানবিরোধী বিক্ষোভ
পূর্ব চীন সাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে চীন, জাপান ও তাইওয়ানের মধ্যে বিতর্ক রয়েছে৷ ২০১২ সালে এই দ্বীপগুলো সম্পর্কে জাপানের নেয়া কিছু সিদ্ধান্তের প্রতিবাদে চীনে জাপানবিরোধী বিক্ষোভ শুরু হয়৷ ফলে চীনের সঙ্গে জাপানের গড়ে এক বছর মেয়াদি ট্রেড ডিজরাপশনের (বাণিজ্যে বিঘ্ন) পরিমাণ প্রায় ২.৭ শতাংশ ছিল বলে এক হিসেবে জেনেছেন গবেষক কিলিয়ান হাইলমান৷
ভারতে চীনা পণ্য বয়কট
লাদাখে ভারত-চীন সংঘাতের জেরে ভারতে চীনা পণ্য বয়কটের ডাক দেয়া হয়৷ চীনের একাধিক অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হয়৷ আইপিএল-এর টাইটেল স্পন্সর পরিবর্তন করা হয়৷ ভারত সরকারের তথ্য বলছে, ২০০৫ সালের পর এই প্রথম দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক খানিকটা হলেও হোঁচট খেয়েছে৷ আমদানি-রপ্তানি দুই ক্ষেত্রেই পতন হয়েছে৷ ছবিতে চীনা পণ্যে আগুন দিতে দেখা যাচ্ছে৷