1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবিষ্যতের ‘মানিব্যাগ’ মুঠোফোন

রায়না ব্রেয়ার / এআই২৬ ফেব্রুয়ারি ২০১৩

কাউকে ছোটখাট বার্তা পাঠানো, ইন্টারনেটে ঘাঁটাঘাটি কিংবা অন্য কারো সঙ্গে কথা বলা - সবই এখন করা সম্ভব হালের মুঠোফোনে৷ তবে এই যন্ত্রটিকে শুধু এই কাজে আটকে রাখতে রাজি নন প্রযুক্তিবিদরা৷ ওয়ালেটের বিকল্প হতে পারে মুঠোফোন৷

https://p.dw.com/p/17m0I
Smartphone und Gedlscheine. Copyright: babimu - Fotolia.com #45570512 smartphone; smart; phone; kosten; gebühren; flatrate; rate; roaming; geld; geldschein; geldscheine; euro; euros; telefonkosten; telefongebühren; datenrate; preis; handy; schwarz; app; apps; application; applications; mobil; programm; sms; message; telekommunikation; web; telefon; i; mobile; tag; tagging; quick; response; internet; homepage; site; webseite; www; mobiltelefon; business; display; bildschirm; hochauflösend; freigestellt; freisteller; isoliert; weiß
ছবি: babimu - Fotolia.com

ভবিষ্যতে হয়ত আর পকেটে কাগজের টাকার নোট নিয়ে ঘুরতে হবে না, ঝামেলা থাকবে না পয়সা হিসেবের আর টাকা খুচরা করার৷ বরং দোকানে গিয়ে মুঠোফোনটি ছোট্ট একটি যন্ত্রের সামনে ধরলেই হয়ে যাবে সব হিসেবনিকেশ৷ আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাবে বিক্রেতার কাছে৷ প্রযুক্তিবিদদের কথা বিশ্বাস করলে, এমন দিন খুব বেশি দূরে নয়৷

ARCHIV - ILLUSTRATION - Ein Google-Smartphone wird an einer Supermarkt-Kasse neben ein so genanntes PayPass-Gerät zur elektronischen Zahlungsabwicklung gehalten (undatiertes Google-Handout). Die Infrastruktur für das digitale Portemonnaie im Handy steht - aber trotz vollmundiger Ankündigungen spielt die Geldbörse der Zukunft im Alltag bislang kaum eine Rolle. Dafür heizt sich in diesem Jahr der Wettkampf von Kassen-Systemen für das Smartphone auf. Foto: Google (zu dpa-Korr: «Die Geldbörse der Zukunft kommt nur langsam im Alltag an» vom 02.01.2013) +++(c) dpa - Bildfunk+++
এনএফসি চিপ বিভিন্ন গেজেটের মধ্যে তারহীন যোগাযোগ স্থাপন করতে সক্ষমছবি: picture-alliance/dpa

অনেকেই হয়ত বলবেন, এভাবে কেনাকাটাতো এখনও করা যায়৷ গুগল ওয়ালেট, পেপলতো ইন্টারনেটে এভাবে কেনাকাটার সুযোগ দিচ্ছে৷ কথা সত্যি, তবে গুগল ওয়ালেট কিংবা পেপলের সীমাবদ্ধতা রয়েছে৷ ব্যাপক আকারে একেবারে পাড়ার দোকান থেকে শুরু করে সব জায়গায় ক্যাশহীন কেনাকাটার জন্য দরকার ভিন্ন ব্যবস্থা৷

এভাবে ব্যাপক আকারে কেনাকাটার জন্য তৈরি হয়েছে নতুন ধরনের ব্যবস্থা৷ কারিগরী ভাষায় একে বলা হয়, ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন' বা এনএফসি৷ এই পদ্ধতিতে সকল ধরনের প্রযুক্তিনির্ভর ‘ইলেকট্রনিক' লেনদেন করা যাবে আরো সহজে, দ্রুত এবং নিরাপদ উপায়ে৷

এনএফসি চিপ বিভিন্ন গেজেটের মধ্যে তারহীন যোগাযোগ স্থাপন করতে সক্ষম৷ ফলে আপনি কোন কিছু কেনার পর সেটির বিল দিতে এনএফসি চিপের সামনে স্মার্টফোনটি ধরলেই হবে৷ মুঠোফোন ছাড়া ক্রেডিট কার্ডের সঙ্গেও এনএফসি চিপের যোগসূত্র স্থাপন সম্ভব৷

জার্মান ই-কমার্স লবি গ্রুপ বুন্ডেসফেরবান্ড ইনফোমাৎসিউনসভির্টশাফট মনে করে, এনএফসি প্রযুক্তি ব্যবহার করে শীঘ্রই গোটা জার্মানিতে ‘মোবাইল পেমেন্ট সিস্টেম' চালু হয়ে যাবে৷ অবশ্য এনএফসি প্রযুক্তি জার্মানির আইন অনুযায়ী ভোক্তার ‘তথ্য সুরক্ষা' নিশ্চিত করতে পারে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে৷ তবে লবি গ্রুপ মনে করে, এই প্রযুক্তির উন্নয়নের সুযোগ রয়েছে৷ ফলে তথ্য সুরক্ষার বিষয়টি সমাধান করা সময়ের ব্যাপারের মাত্র৷

জাপান কিন্তু এক্ষেত্রে জার্মানির চেয়ে বেশ এগিয়ে৷ সেদেশের গণপরিবহনের টিকিট বিক্রি করা হচ্ছে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে৷ তাও আবার গত দশ বছর ধরে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য