ভানুয়াতুতে ভূমিকম্পে ভেঙে পড়লো দূতাবাস
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে৷ ভূমিকম্পের কারণে দেশটির লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলা৷ ভেঙে পড়ে সেতু, বিভিন্ন অবকাঠামো এবং ক্ষতির মুখে পড়ে রাস্তাঘাট৷ ৮৩ দ্বীপের সমন্বয়ে গঠিত এই রাষ্ট্রটির মোট বাসিন্দা ৩ লাখ৷
উদ্ধারের চেষ্টা
ভূমিকম্পের পর ভেঙে পড়া অবকাঠামোর নিচে আটকে পড়াদের উদ্ধারে দ্রুত কাজ শুরু করে দমকলবাহিনী, পুলিশ এবং প্যারামেডিকসরা৷ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷
রিং অব ফায়ারে ভানুয়াতু
প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে উপরে অবস্থিত ভানুয়াতু৷ ওয়ার্ল্ড রিস্ক রিপোর্টের তথ্য বলছে, দেশটিতে প্রায় প্রতিবছরই ভূমিকম্পের ঘটনা ঘটে৷ ভৌগলিক গঠনের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এবং সাইক্লোনের ঝুঁকিতে দ্বীপরাষ্ট্রটি৷ তাছাড়া জলবায়ু পরবির্তনজনিত প্রাকৃতিক দুর্যোগও সেখানে প্রায় নিয়মিতই দেখা দেয়৷
ক্ষতিগ্রস্ত দূতাবাস
ভূমিকম্পে রাজধানী পোর্ট ভিলার অন্তত ১০টি ভবন ধসে পড়েছে৷ এর মধ্যে রয়েছে একটি কমপ্লেক্স৷ ভেঙে পড়া ওই কমপ্লেক্সটিতে ছিল যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং ফ্রান্সের দূতাবাস৷ জাতিসংঘের তথ্যমতে, ভূমিকম্পে দেশটির এক লাখ ১৬ হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছে৷
ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজ
রাজধানী পোর্ট ভিলার ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েন তিন ব্যক্তি৷ তাদের উদ্ধারে এগিয়ে আসে ৮০জনের একটি দল৷ পরিস্থিতি এমন ছিল যে, উদ্ধারের সময়ে আবারো ভেঙে পড়তে পারতো ভবনের বিভিন্ন অংশ৷ জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই উদ্ধারকাজ চালিয়ে যান উদ্ধারকর্মীরা৷
বিভিন্ন দেশের সহযোগিতা
ভূমিকম্পের পর পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে পাঠানো হয় সহায়তা৷ ভূমিকম্পের ফলে ভানুয়াতুর বিমানবন্দর অচল হয়ে পড়লেও মানবিক সহায়তা নিয়ে আসা বিমান উড্ডয়ন ও অবতরণের কাজ চালিয়ে নেওয়া যাবে বলে জানানো হয়৷ তবে ভূমিধস এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিমান এবং নৌপথে সহায়তা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে৷
ক্লাউডিয়া ডেন, আস্ট্রিড প্রাঙ্গে ডে অলিভেইরা/আরআর