এভাবেও গরু আসে বাংলাদেশে!
১৫ সেপ্টেম্বর ২০১৬পশু কোরবানি ঈদ উল-আজহার অবিচ্ছেদ্য অংশ৷ তাই গত কয়েকদিন অনেক খবর প্রচারিত হয়েছে পশু, বিশেষ করে গরু নিয়ে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এবারের ঈদে বাংলাদেশে ভারতীয় গরু ছিল না৷ এমনিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন, তাঁর সরকার বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে কঠোরতম ব্যবস্থা নেবে৷ ঈদ উল-আজহার সময় সংবাদমাধ্যমের সব খবরেই জানানো হয়, এবার বাংলাদেশের বাজারে ভারতীয় গরু ছিল না৷
কিন্তু ঈদের আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে আসে একটি ভিডিও৷ ইউটিউবে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, কতিপয় গরু পাচারকারী ভারত থেকে গরু পাচারের নির্মম এক কৌশলের আশ্রয় নিচ্ছেন৷ গরু তাদের কাছে যেন কোনো প্রাণী নয়, গরু যেন ভারী কোনো যন্ত্র বা অন্য কোনো বস্তু৷ ভারী কোনো জিনিস যেভাবে ক্রেন দিয়ে তোলা হয়, সেই কৌশলেই কাঁটা তারের ওপার থেকে একটা একটা করে গরু নেয়া হচ্ছে বাংলাদেশে৷ কীভাবে তা করা হয়েছে তা নীচের এই ভিডিওতেই দেখুন৷
৯ সেপ্টেম্বর শেয়ার করার পর থেকে গত ছয় দিনে ২২ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি৷ দেখে সবাই অবোধ পশুর সঙ্গে মানুষের এই নিষ্ঠুর আচরণের নিন্দাই জানিয়েছেন৷
এসিবি/ডিজি