ভারত থেকে বাংলাদেশে এসেছে ১৩শ’ রোহিঙ্গা
১৭ জানুয়ারি ২০১৯গত দুই সপ্তাহ ধরে রাখাইনে আবারও উত্তেজনা বিরাজ করছে৷ এর মধ্যে রোহিঙ্গাদের জোর করে সেখানে পাঠাচ্ছে ভারত, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে৷ জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রোহিঙ্গাদের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে নয়া দিল্লি৷
তবে ভারত জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি৷ ২০১৮ সালে ভারতের বিভিন্ন স্থান থেকে ২৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়৷ সেদেশের কট্টরপন্থি হিন্দুরা বরাবরই রোহিঙ্গাদের সেদেশ থেকে বের করে দেয়ার দাবি জানিয়ে আসছে৷
এসব বিষয়ই ভারতে থাকা রোহিঙ্গাদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আর সে কারণেই তাঁরা বাংলাদেশে চলে যাচ্ছে৷ বাংলাদেশে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে৷
বাংলাদেশের ইন্টার সেক্টর কো-অরডিনেশন গ্রুপ আইএসসিজি-র মুখপাত্র নয়না বোস সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘৩ জানুয়ারি থেকে ভারত থেকে রোহিঙ্গাদের আসা শুরু হয়েছে৷ প্রায় তিনশ' পরিবারের অন্তত ১৩শ' মানুষ বুধবার পর্যন্ত এসেছে৷’’
এই ১৩শ' জনকে জাতিসংঘের ট্রানজিট সেন্টারে রাখা হয়েছে৷ ইউএনএইচসিআর-এর মুখপাত্র ফিরাস আল খতিব জানিয়েছেন, ‘‘তাদের সংস্থা এ ব্যাপারে খোঁজখবর রাখছে৷’’ অন্তত ৪০ হাজার রোহিঙ্গা বর্তমানে ভারতে অবস্থান করছে বলে জানিয়েছে সেদেশের পুলিশ৷
গত সপ্তাহে বেশ কয়েকজন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়েছে সৌদি আরব৷ বাংলাদেশের অবৈধ পাসপোর্ট ব্যবহার করে তারা ঐ দেশে গিয়েছিল বলে গ্রেপ্তার করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷
এপিবি/এসিবি (এএফপি, এপি)