ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে যাদের দিকে চোখ
বিশ্বকাপ শেষের পথে৷ শুরু হচ্ছে সেমিফাইনাল৷ সবার দৃষ্টি এখন ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালের দিকে৷ কারা আলো ছড়াবেন এই ম্যাচে ? গ্রুপ পর্বের সফলদের কাছেই প্রত্যাশাটা বেশি৷
সেরা ফর্মের রোহিত শর্মা
ভারতের এই ওপেনার প্রায় একাই টেনে নিচ্ছেন গোটা দলকে৷ আট ম্যাচে পাঁচ সেঞ্চুরিসহ ৯২. ৪২ গড়ে ৬৬৭ রান করেছেন তিনি৷ ২০১৫ বিশ্বকাপে চার সেঞ্চুরি করে এক আসরে সবেচয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা৷ সেই রেকর্ড ভেঙে এখন টেন্ডুলকারের এক আসরে সবচেয়ে বেশি রান মানে ৬৭৩ রানের রেকর্ড ভাঙার পথে রোহিত শর্মা৷ সেমিফাইনালে তাঁর দিকে নজর তো রাখতেই হবে!
নিউজিল্যান্ডের বড় ভরসা উইলিয়ামসন
এবারের আসরে হাতে গোনা যে ক’জন অধিনায়ক নিজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, কেন উইলিয়ামসন তাঁদের একজন৷ আট ম্যাচে দুই সেঞ্চুরি ও এক ফিফটিসহ ৯৬.২০ গড়ে ৪৮১ রান নিয়ে দলের সবচেয়ে সফল ব্যাটসম্যানও তিনি৷
‘আসল’ কোহলিকে দেখা যাবে?
ভারতের অনেক জয়ের নায়ক তিনি৷ কিন্তু বিশ্বকাপে ঠিক সেই ভূমিকায় এখনো দেখা যায়নি তাঁকে৷ রোহিত শর্মার কাছে একেবারে ম্লান মনে হচ্ছে৷ পাঁচ সেঞ্চুরি আর ৬৬৭ রান নিয়ে রোহিত যেখানে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে, পাঁচ ফিফটিসহ ৬৩ দশমিক ১৪ গড়ে ৪৪২ রান করে কোহলি সেখানে নয় নাম্বারে৷ ভক্তদের আশা— বড় আসরের মড় ম্যাচে নিজের আসল রূপটা দেখাবেন বিরাট কোহলি৷
কেএল রাহুল: নির্ভরতার অপর নাম
প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা আর পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোয় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠতে তেমন কোনো সমস্যা হয়নি ভারতের৷ তা হতে পারতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা শিখর ধাওয়ানের বিশ্বকাপ ইনজুরির জন্য শেষ হওয়ার পর তাঁর কোনো বিকল্প খুঁজে না পেলে৷ কেএল রাহুলকে পেয়ে দুশ্চিন্তা দূর৷ আট ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ৫১.৪২ গড়ে ৩৬০ রান করে ওপেনিংয়ে রোহিতের যোগ্য সাথী হয়ে উঠেছেন তিনি৷
অভিজ্ঞ রস টেলর
আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর কেটে গেছে তাঁর৷ এখনো মাঝে মাঝে দলের বিপদে কাণ্ডারির ভূমিকায় দেখা যায় তাঁকে৷ এখনো ব্যাট খুব একটা হাসেনি৷ তাই আট ম্যাচে দুই ফিফটিসহ ৩৭.২৮ গড়ে ২৬১ রান করে সফল ব্যাটসম্যানদের তালিকায় নবম স্থানে আছেন তিনি৷ সেমিফাইনালে নামের প্রতি যথাযথ সুবিচার করতে পারলে অবশ্য অনেক অতৃপ্তিই মুছে যাবে৷
ক্যাপ্টেন কুল ‘ধোনি’
২০১১ বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাটিং মনে থাকবে সবার৷ সেদিনের ম্যাচজয়ী ভারতের সাবেক অধিনায়ক আরেকটি ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে৷ ব্যাটিংয়ে তিনি নিজের অতীতের ছায়া৷ আট ম্যাচে ২২৩ রান করেছেন ঠিকই, কিন্তু আগ্রাসী ব্যাটিংয়ের ছিঁটেফোঁটাও দেখা যায়নি৷ অধিনায়কত্বে তাঁর পরামর্শের ওপর সবসময়ই নির্ভরশীল বিরাট কোহলি৷সেমিফাইনালে যে তাঁর ব্যাটের দিকে একটু বেশি আশা নিয়ে সবাই তাকিয়ে থাকবে তাতে আর সন্দেহ কী!
অলরাউন্ডার জেমস নিশাম
নিশাম না থাকলে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠা হতো কিনা সন্দেহ৷ আট ম্যাচের ছয় ইনিংসে ৪০.২০ গড়ে ২০১ রান করেছেন তিনি৷ বল হাতে ১৮.১৮ গড়ে নিয়েছেন ১১ উইকেট৷ এমন প্রতিপক্ষকে কি কেউ উপেক্ষা করতে পারে?
ত্রাস ছড়াতে পারেন লকি ফার্গুসন
সাত ম্যাচে ১৮.৫৮ গড়ে ১৭ উইকেট— এই পরিসংখ্যান হয়ত ঠিক বলতে পারছে না বল হাতে ফার্গুসন গতির ঝড় শুরু হলে ব্যাটসম্যানদের কী অবস্থা হয়৷ মঙ্গলবার প্রথম সেমিফাইনাল দেখলে তা আবার বোঝা যাবে৷
বুমরাহ: বোলিংয়ে ভারতের প্রাণভোমরা
ডানহাতি এই ফাস্টবোলারের বোলিংয়ে বৈচিত্র্যের শেষ নেই৷ গতি বাড়ানো-কমানো, সুইং, দুর্দান্ত ইয়র্কার্, এমনকি গতির ওপর অফস্পিন করেও ব্যাটসম্যানদের বোকা বানান তিনি৷ প্রতি ম্যাচে বেশি উইকেট হয়ত পান না, কিন্তু রান আটকে অন্য প্রান্তের বোলারদের ওপর চড়াও হতে বাধ্য করেন ব্যাটসম্যানদের৷ আট ম্যাচে ১৯.৫২ গড়ে ১৭ উইকেট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও ভারতীয় দলে জসপ্রিত বুমরাহর কদর অন্যরকম৷
অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট
নয় ম্যাচে ২৪.৬৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন তিনি৷ সেরা বোলিং ৪/৩০৷ ভারতের বিপক্ষে আরো বড় কিছুরই প্রত্যাশা সমর্থকদের৷
এবং মোহাম্মদ শামি
এতদিন যাঁরা কিছুই করতে পারেননি, তাঁদের অনেকেই অবাক করে দিতে পারেন সেমিফাইনালে৷ তাঁদের জন্য বড় অনুপ্রেরণা হতে পারেন মোহাম্মদ শামি৷ ভারতের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শামি৷ এরই মাঝে ১৩.৭৮ গড়ে নিয়েছেন ১৪ উইকেট৷ সেরা বোলিং ৫/৬৯৷