ভারত-নেপাল জমি হস্তান্তরের প্রস্তাব
সম্প্রতি ভারত সফরে এসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। ভারতকে এই প্রস্তাব দিয়েছেন তিনি।
ভারত-নেপাল বৈঠক
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। দুই দেশের বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
লিপুলেখ পাস নিয়ে বিভ্রান্তি
ভারত-নেপাল-চীন সীমান্তে অবস্থিতি লিপুলেখ পাস। এই অঞ্চলের কালাপানি এলাকাটি নিয়েও দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক বিরোধ আছে। সম্প্রতি ভারত ওই অঞ্চলে একটি রাস্তা তৈরি করেছে। যা নিয়ে নেপাল তীব্র আপত্তি জানিয়েছিল।
নেপালের প্রস্তাব
নেপালের প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিতর্কিত অঞ্চলটি নেপাল ভারতকে ছেড়ে দিতে পারে। পরিবর্তে বাংলাদেশ সীমান্তবর্তী কোনো সমান মাপের অঞ্চল ভারতকে নেপালের হাতে তুলে দিক।
ভারতের বক্তব্য
ভারত সরকারিভাবে এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে নেপালের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বিতর্ক মিটিয়ে ফেলতে চায় ভারত। বস্তুত, ভারতের অবস্থান হলো, নেপাল যাকে বিতর্কিত অঞ্চল বলে মনে করছে, ভারত তা ভারতীয় ভূখণ্ড বলেই মনে করে।
১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ
আগামী কয়েকবছরের মধ্যে ভারত নেপালকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে বলে জানিয়েছে। এনিয়ে একটি প্রকল্পের কথাও ঘোষণা করেছে ভারত।
নেপালের বাণিজ্যপথ
বাংলাদেশ এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে বাণিজ্য পণ্য নেপাল ভারতের ভিতর দিয়ে নিয়ে যেতে পারবে, এই আশ্বাস ভারত নেপালকে দিয়েছে। এর আগেও নেপাল ভারতের ভিতর দিয়ে পণ্য সরবরাহ করেছে। তবে সেই রাস্তা আরো মসৃণ হবে বলে জানানো হয়েছে।
তেলের পাইপলাইন
নেপালে তেলের পাইপলাইন স্থাপন করা হবে বলেও জানিয়েছে ভারত। এর ফলে সহজেই ভারতের ভিতর দিয়ে নেপালে তেল নিয়ে যাওয়া যাবে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।
ভারত-নেপাল সম্পর্ক
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক মাঝে তলানিতে গিয়ে ঠেকেছিল। নেপালের পার্লামেন্টে একটি ম্যাপ প্রকাশ করা হয়েছিল, যেখানে ভারতের কিছুটা ভূখণ্ড নেপালের বলে দাবি করা হয়েছিল। নতুন প্রধানমন্ত্রী সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
আন্দোলন চলছেই
দুই প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হলেও নেপালে ভারত-বিরোধী আন্দোলন এখনো চলছে। নেপালের ছাত্র সংগঠন বৈঠক চলাকালীন একটি প্রতিবাদ সমাবেশ করে। বলা হয়, ভারতের নতুন পার্লামেন্টে যে অখণ্ড ভারতের মানচিত্র দেখানো হয়েছে, তা অনৈতিক। সেখানে নেপালকেও অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে।