ভারতও শুল্ক বসালো মার্কিন পণ্যে
১৬ জুন ২০১৯রোববার থেকে সিদ্ধান্ত কার্যকরের কথা৷ বাদাম ও আপেলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮টি পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে হলে শুল্ক প্রদান করতে হবে৷
ভারত সরকারের এ পদক্ষেপে ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানি খাত৷ দেশটির কৃষি বিভাগের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে উৎপাদিত বাদাম সবচেয়ে বেশি রপ্তানি হয় ভারতে৷ ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে ৫৪ কোটি ৩০ লাখ ডলারের বাদাম আমদানি করেছিল ভারত, যা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী রপ্তানিকৃত মোট বাদামের অর্ধেক৷ শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে উৎপাদিত আপেলের দ্বিতীয় সর্বোচ্চ ক্রেতাও ভারত৷ দেশটি ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে ১৫ কোটি ৬০ লাখ ডলারের আপেল আমদানি করেছিল বলে জানিয়েছে অ্যামেরিকার কৃষি বিভাগ৷
চলতি মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে উন্নয়নশীল দেশ হিসেবে ভারতকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা—জিএসপি প্রত্যাহার করে নেয় ডোনাল্ড ট্রাম্প৷ উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের দেয়া বিশেষ বাণিজ্য সুবিধার সবচেয়ে বড় ভোক্তা ছিল ভারত৷ জিএসপির আওতায় দেশটি প্রতিবছর গড়ে সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করেছে৷
সে হিসেবে, বাণিজ্য বিষয়ে দু'দেশের মাঝে চলমান এ অস্থিরতায় উভয় দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্ক পম্পেও'র ভারত সফর করার কথা রয়েছে৷ গত সপ্তাহে এক আলোচনায় পম্পেও বলেন, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের বাধা দূর করতে ও চলমান বাণিজ্য অস্থিরতা নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে আগ্রহী৷
গত কয়েকবছর ধরেই ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যের আকার বাড়ছে৷ ২০১৮ সালে এ বাণিজ্যের আকার ছিল ১৪ হাজার ২শ' বিলিয়ন ডলার৷
আরআর/জেডএ (রয়টার্স, ডিপিএ)