ভারতীয় নাগরিককে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!
৮ নভেম্বর ২০১৯তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ২০১৭ সালের ‘সেরা সম্পাদক' হিসেবে ভারতীয় নাগরিক মো. কালামের নাম ঘোষণা করে৷ এই পুরস্কার ঘোষণার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়৷
এরপর 'ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রযোজক সানী সানোয়ার ও পরিবেশক জাহিদ হাসান অভি জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদনে ভুল করে কালামকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়ায় এই ঘটনা ঘটেছে৷ এজন্য ক্ষমা চেয়ে জুরি বোর্ডকে চিঠিও পাঠিয়েছেন তারা৷
চলতি বছর জাতীয় পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘‘কেবল বাংলাদেশি নাগরিকগণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন৷’’
২০১৭ সালের পুরস্কারের জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, কালাম যে বিদেশি নাগরকি সেটা তাদের জানা না থাকায় এই ভুল হয়েছে৷
"আমরা কোনো বিদেশিকে পুরস্কার দেইনি৷ প্রযোজক তার পরিচয় গোপন করেছে৷ সে বলেছে, সে বাংলাদেশের নাগরিক৷ যেহেতু সে বাংলাদেশের ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করেছে সেহেতু আমরা ধরে নিয়েছি সে বাংলাদেশের নাগরিক৷’’
কলকাতার বাসিন্দা কালাম বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক' ছাড়াও ‘পোড়ামন ২’, ‘দহন’সহ বেশ চলচ্চিত্র সম্পাদনা করেছেন৷
'ঢাকা অ্যাটাক’ সিনেমার পরিবেশক জাহিদ হাসান অভি জানান, আবদেন ভুল তথ্য দেওয়ায় ক্ষমা চেয়ে শুক্রবার দুপুরে জুরি বোর্ডর সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি৷ চলচ্চিত্রটির অন্যান্য ভারতীয় কলাকুশলির ক্ষেত্রে তাদের জাতীয়তা ঠিকভাবে উল্লেখ করা হলেও কেবল সম্পাদনার ক্ষেত্রে অসাবধানতা বশত ভুলটি হয়েছে বলে দাবি করেন তিনি৷
জুরি বোর্ডর সদস্য ও চলচ্চিত্র সেন্সর বোর্ডর ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর জানান, সোমবার জুরিবোর্ডের সদস্যদের নিয়ে বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে৷
২০১৭ সালের ‘সেরা সম্পাদক’ হিসেবে কালামকে বাদ দিয়ে জুরিবোর্ড অন্য কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার পর তথ্য মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে তা ঘোষণা করবে৷
এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)