‘কখনো ঠিক, কখনো ভুল'
৬ জুন ২০১৪মধ্য প্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌড় মনে করেন, শুধুমাত্র পুলিশের কাছে রিপোর্ট করার পর অপরাধ হিসেবে ধর্ষণের তদন্ত করা যেতে পারে৷
বলাবাহুল্য উত্তর প্রদেশে গত সপ্তাহে দুই তরুণীকে গণধর্ষণের পর হত্যা করা হয়৷ ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনার ঝড় ওঠে৷ তা সত্ত্বেও উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষে সাফাই গেয়েছেন বাবুলাল গৌড়৷
ক্ষমতাসীন বিজেপির এই রাজনীতিবিদ সাংবাদিকদের বলেন, ‘‘এটা একটা সামাজিক অপরাধ যা নারী এবং পুরুষের উপর নির্ভর করে৷ কখনো এটা ঠিক, কখনো ভুল৷''
উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবেরও সমালোচনা করছেন অনেকে৷ নিম্নবর্ণের দুই তরুণীকে ধর্ষণের পর আম গাছে ঝুলিয়ে খুন করা হলেও এই বিষয়টি গুরুত্বসহকারে নেননি তিনি৷ এমনকি তাঁর বাবা সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং গত এপ্রিলে এক নির্বাচনি প্রচারণায় ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের সমালোচনা করেছিলেন৷ সেসময় তিনি বলেন, ‘‘ছেলেরা ভুল করে৷''
বাবুলাল গৌড় এই দু'জনের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘‘কে কাকে কখন ধর্ষণ করবে তা আগে থেকে জানা সম্ভব নয়৷ এটা কোনো রকম পূর্বাভাষ ছাড়াই ঘটে৷ ফলে অসহায় মুলায়েম কিংবা অখিলেশ এ ব্যাপারে (ধর্ষণ) কী করতে পারে?''
গতমাসের নির্বাচনে বিপুল জয় পেয়ে নির্বাচিত মোদী অবশ্যই তাঁর সহকর্মীর এমন মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া এখনো জানাননি৷ তবে বিজেপি বলেছে, এটা গৌড়ের নিজস্ব মন্তব্য, পার্টির অবস্থান নয়৷
ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেদেশে প্রতি ২২ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে৷ তবে আন্দোলনকারীরা বলছেন এই সংখ্যা সঠিক নয়৷ কেননা ১ দশমিক ২ বিলিয়ন মানুষের এই দেশে অনেক ধর্ষণের ঘটনাই পুলিশের কাছে রিপোর্ট করা হয় না৷ জানাজানি হলে ধর্ষিতা সামাজিকভাবে হেয় হবেন, এই শঙ্কায় অনেকে বিষয়টি চেপে যায়৷
এআই/ডিজি (এএফপি, এপি)