ভারতীয় যাত্রী বোঝাই আটক বিমানকে ছাড়ছে ফ্রান্স
২৫ ডিসেম্বর ২০২৩দুইদিন ধরে বিমানের যাত্রী ও বিমানকর্মীদের জেরা করেছে ফরাসি কর্তৃপক্ষ। তারপর আদালত জানায়, বিমানটিকে যেতে দেয়া হবে। সোমবার সম্ভবত সেই অনুমতি পাওয়া যাবে। তবে বিমানটি এখন কোথায় যাবে তা জানানো হয়নি।
এ-৩৪০ চার্টার বিমানটিনিকারাগুয়া যাচ্ছিল। দুবাই থেকে আসার সময় তা ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেয়ার জন্য। তখনই অজানা মানুষের কাছ থেকে সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। বলা হয়, ওই বিমানে করে মানবপাচার করা হচ্ছে। বিমানে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের সঙ্গে কোনো অভিভাবক নেই।
ফ্রান্সের স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানিয়েছেন. যাত্রীদের ভারতে নিয়ে যাওয়া হবে। তবে ভারতের তরফ থেকে এই বিষয়ে কিছুই বলা হয়নি।
বার্তাসংস্থা এএফপি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ওই ভারতীয় শ্রমিকদের আমিরাত থেকে নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল অ্য়ামেরিকা বা ক্যানাডা। ওই বিমানটি রোমানিয়ার একটি চার্টার কোম্পানির।
ভারতীয় দূতাবাসের কর্মীদের ওই যাত্রীদের সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হয়েছে। তারা বিষয়টি দেখছেন। এএফপি জানিয়েছে, যাত্রীদের খাবার ও অন্য সুবিধা দেয়া হয়েছে। দশজন যাত্রী আশ্রয়ের জন্য আবেদন পর্যন্ত করেছে।
রোমানিয়ার বিমানসংস্থার তরফে আইনজীবী জানিয়েছেন, তারা কোনো ভুল কাজ করেননি। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তাহলে তারাও পাল্টা ব্যবস্থা নেবেন।
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)