ভারতে আল-কায়েদার শাখা
৫ সেপ্টেম্বর ২০১৪জেহাদি ফোরামের প্রকাশিত প্রায় এক ঘণ্টার ঐ ভিডিওতে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে যেসব রাজ্যে মুসলিম জনসংখ্যা বেশি যেমন কাশ্মীর, গুজরাট, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম এবং প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমারে ইসলামিক জঙ্গি সংগঠন আল-কায়েদার নতুন জঙ্গি শাখা খোলার কথা ঘোষণা করেন আয়মান আল-জাওয়াহিরি৷ ৬৩ বছর বয়সি মিশরের প্রাক্তন এই চোখের ডাক্তার জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার একজন শীর্ষ নেতা, মূলত ওসামা বিন লাদেনের উত্তরসূরি৷
ভিডিও-টিতে তিনি জানান যে, ভারতে ঐ নতুন শাখার নেতা হবেন পাকিস্তানে আল-কায়েদার শাহরিহ কমিটির সদস্য আসিম উমর৷ আর মুখপাত্র হবেন ওস্তাদ ওসামা মেহমুদ৷ বলা বাহুল্য, নতুন জঙ্গি শাখা খোলার সিদ্ধান্তে তালিবান নেতা মোল্লা ওমরের সমর্থন আছে৷ জাওয়াহিরির ভাষায়, ভারতীয় উপ-মহাদেশে মুসলিমদের মধ্যে কৃত্রিম বিভাজন ভেঙে দিতে চান তিনি৷ উপ-মহাদেশে ইসলামি শাসন কায়েম করা এবং গোটা উপ-মহাদেশে জেহাদি পতাকা তোলাই তাঁর লক্ষ্য৷ আল-কায়দার নতুন শাখার নাম হবে ‘কায়দাদ আল-জিহাদ'৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এই ভিডিওর সত্যতা যাচাই করার নির্দেশ দিয়েছেন গোয়েন্দা বিভাগকে৷ বলেছেন, কোথা থেকে এই ভিডিও ‘আপলোড' করা হয়েছে, কারা এর পেছনে আছে ইত্যাদি বিস্তারিত তথ্যাদি যাচাই করতে৷
গোয়েন্দা দপ্তর মনে করে এই ভিডিও আসল৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আল-কায়েদার এই হুমকির মোকাবিলা করতে উপযুক্ত ব্যবস্থা নেবার কথা বলেছেন৷ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ রাজ্যগুলিকে অতিরিক্ত সতর্ক থাকতে বলেছে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়িয়ে৷ ভারত আল-কায়েদার রেডারে আসায় মোদী সরকারের কপালে ভাঁজ৷ মোদীর স্বরাজ্য গুজরাটের আমেদাবাদ হতে পারে আল-কায়েদার নতুন শাখার প্রথম নিশানা৷ কারণটা আপাতদৃষ্টিতে ২০০২ সালের সাম্প্রদায়িক গুজরাট দাঙ্গার বদলা য়ে দাঙ্গায় মারা গিয়েছিল ১,২০০ মুসলিম৷ উচ্চ সতর্কতার মধ্যে আছে স্পর্শকাতর এলাকাগুলিতে ‘ইনফর্মার' নেটওয়ার্ককে আরো সক্রিয় করে তোলা৷
ভারতীয় গোয়েন্দা বিভাগ মনে করে, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএম বা ইন্ডিয়ান মুজাহিদিনের কিছু সদস্য আইএম থেকে বেরিয়ে আল-কায়েদায় যোগ দিয়েছে৷ ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকে জেরা করে একথা জানা যায়৷ ভাটকলকে গত বছর ভারতে গ্রেপ্তার করা হয়৷ পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে গঠিত হয় ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসী গোষ্ঠী৷ সাম্প্রতিককালে ভারতের বিভিন্ন শহরে মারাত্মক হামলা চালায়৷
সন্ত্রাস-বিরোধী নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সময় এবং জাওয়াহিরির বক্তব্যের নিহিত অর্থ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে, ‘ইসলামিক স্টেট' ইরাক ও সিরিয়া জুড়ে আইএস জঙ্গি গোষ্ঠীর অমানুষিক বর্বরোচিত কার্যকলাপ গোটা বিশ্বে একটা আতঙ্কের ছায়া ফেলেছে৷ আইএস বা আইসিস জঙ্গিদের দাপটে কিছুটা যেন কোণঠাসা হয়ে পড়েছে আল-কায়েদা৷ আইএস-এর সঙ্গে একটা প্রতিযোগিতার মনোভাব নিয়ে আল-কায়েদা তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছে ভারতীয় উপ-মহাদেশ তথা দক্ষিণ এশিয়ায়৷ আইএস জঙ্গি গোষ্ঠী বিশ্বে আল-কায়েদার ইসলামিক জঙ্গিবাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে৷ আল-কায়েদা কখনই তা বরদাস্ত করবে না৷
এদিকে ভারতে এই নয়া জঙ্গি শাখা খোলার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীকেও ফেলেছে চ্যালেঞ্জের মুখে৷ মোদী সরকার ক্ষমতায় আসার পর কিছু বিক্ষিপ্ত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে৷ কট্টরপন্থি কিছু হিন্দু সংগঠন দেশে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে৷ আর মোদী তা দেখেও না দেখার ভান করে আছেন৷