ভারতে উইকিলিক্স কেলেঙ্কারি, পাকিস্তানে ধর্মান্ধদের দৌরাত্ম্য
২৭ মার্চ ২০১১উইকিলিক্স কেলেঙ্কারির জের ধরে ভারতের রাজনীতি জগতে দুর্নীতির মাত্রা সম্পর্কে মন্তব্য করেছে দৈনিক ‘স্যুডডয়চে সাইটুং'৷ বিরোধীরা এই সুযোগে আবার প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং'এর সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে৷ দৈনিক ‘দ্য হিন্দু' প্রতিদিন উইকিলিক্স থেকে চাঞ্চল্যকর যেসব বিষয় তুলে ধরছে, তা সরকারের পক্ষে মারাত্মক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ এমনকি জাপানের পরমাণু সংকট নিয়ে মাথা ঘামানোর সময় পাচ্ছে না সরকার৷ মার্কিন কূটনীতিকদের গোপন বার্তাকে অবশ্য প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ মনমোহন সিং৷ কিন্তু সমস্যা হলো, ভারত যেভাবে বিশ্বের কাছে নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তার সঙ্গে উইকিলিক্সের বক্তব্য একেবারেই মানানসই নয়৷ অর্থ বা অন্যান্য সুবিধার বিনিময়ে ভোট কেনার অভিযোগ সেই ভাবমূর্তির উপর কালি ছিটিয়ে দেয়৷ ভারত-মার্কিন পরমাণু চুক্তি অনুমোদন করাতে সরকারও সাংসদদের ঘুস দিয়েছিল – এমন চাঞ্চল্যকর দাবিও করেছে উইকিলিক্স৷ তাতে অবশ্য শুধু সরকার নয়, বিরোধী দলগুলির দু-মুখো নীতির বাস্তব চিত্রও ফুটে ওঠে৷ যেমন বিজেপির এক নেতা নাকি মার্কিন কূটনীতিকদের কাছে স্বীকার করে নিয়েছিলেন, যে শুধু সরকারকে বিপাকে ফেলতেই তারা প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা করছে৷
পাকিস্তানে মৌলবাদী ইসলামের বেড়ে চলা দৌরাত্ম্য সম্পর্কে মন্তব্য করেছে দৈনিক ‘নয়েস ডয়েচলান্ড'৷ ইসলাম ধর্মের অবমাননা করলে শাস্তির বিধান রয়েছে সেদেশের কুখ্যাত ও বিতর্কিত ‘ব্লাসফেমি' আইনে৷ এই আইনের বিরোধিতা করতে গিয়ে সম্প্রতি নিহত হয়েছেন দুই রাজনৈতিক নেতা৷ জার্মানিতে কর্মরত পাকিস্তানি অধ্যাপক সৈয়দ উইকার আলি শাহ মনে করেন, বর্তমান এই কট্টরপন্থী মনোভাব পাকিস্তান রাষ্ট্রের মূল ভাবধারার পরিপন্থী৷ তাছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মের প্রশ্নে যথেষ্ট নরমপন্থী৷ তারা সন্ত্রাসবাদীদের দেশের শত্রু হিসেবে গণ্য করেন৷ কিছু ধর্মভিত্তিক দল মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো সমস্যা নিজেদের পক্ষে কাজে লাগিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করে চলেছে৷ দেশে শিক্ষার অভাব তাদের এই প্রচেষ্টাকে আরও সহজ করে তুলছে৷ সরকারও ‘ব্লাসফেমি' আইন প্রত্যাহারের মতো বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না – সৈয়দ উইকার আলিকে উদ্ধৃত করে এই মন্তব্য করেছে ‘নয়েস ডয়েচলান্ড'৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম