ভারতে জমজমাট অনূর্ধ-১৭ ফুটবল বিশ্বকাপ
ভারতের মতো এত দর্শক সমাগম অনূর্ধ-১৭ ফুটবল বিশ্বকাপের আর কোনো আসরে হয়নি৷ শুধু দর্শক সমাগম বা সার্বিক আয়োজনেই নয়, গ্রুপ পর্বে মাঠের খেলাতেও প্রশংসা কুড়িয়েছে ভারত৷
ইতিহাসে সবজি বিক্রেতার সন্তানের নাম
ফুটবলের এত বড় আসরের আয়োজক ভারত আগে কখনো হয়নি৷ আয়োজকদের আরো গৌরবান্বিত করেছে স্বাগতিক দল৷ বিশেষ করে ছবির ডান দিকের এই ছেলেটি৷ নাম জ্যাকসন কনথৌজাম৷ ২০১৫ সাল থেকে বাবা অসুস্থ৷ মা সংসার চালান সবজি বিক্রি করে৷ মণিপুরের সেই সবজি বিক্রেতার সন্তান এখন ভারতের ফুটবল ইতিহাসের নায়ক৷ বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোলটি তার৷ কলম্বিয়ার বিপক্ষে সেই গোলটি তাই ইতিহাসের পাতায় লেখা থাকবেই৷
ম্যাচ জেতেনি, মন জিতেছে ভারত
ক্রিকেটের দাপটে ভারতে বাকি সব খেলার মতো ফুটবলের অবস্থাও সঙ্গীন৷ ফুটবল পরাশক্তিদের বিরুদ্ধে মাঠে ভারতীয় কিশোররা অসাধারণ কিছু করে দেখাবে, এমন আশা কেউই হয়ত করেননি৷ তবে হতাশ করেনি ভারতীয় দল৷ গ্রুপ ‘এ’-তে ঘানা, যুক্তরাষ্ট্র আর কলম্বিয়া ছিল প্রতিপক্ষ৷ তিন ম্যাচেই লড়াই করে হেরেছে৷ কলম্বিয়ার বিপক্ষে জয়ের আশাও জাগিয়েছিল (ওপরের ছবি)৷ কিন্তু জ্যাকসনের গোল শেষ পর্যন্ত আর ২-১ গোলের হার এড়াতে পারেনি৷
আশা জাগিয়ে রেখেছে ঘানা
গ্রুপ ‘এ’-তে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া আর ভারতকে হারিয়ে সহজেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ঘানা৷ দু’বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার৷
সাম্বা নাচছে ব্রাজিল
সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলও গ্রুপ ‘ডি’ থেকে সব ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে৷ গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, নাইজার এবং দক্ষিণ কোরিয়া৷
ইরানের কাছে হেরেও সেমি ফাইনালে জার্মানি
গ্রুপ ‘সি’-র সেরা দল ইরান৷ জার্মানি, গিনি এবং কোস্টারিকাকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই নক-আউট পর্বে পা রেখেছে তারা৷ তবে গ্রুপ পর্বে ইরানের কাছে হারলেও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি৷
অপ্রতিরোধ্য হয়ে উঠছে যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘এ’ থেকে খুড়িয়ে খুড়িয়ে শেষ ষোলোয় উঠলেও সেখান থেকে শেষ আটে যেতে কোনো অসুবিধাই হয়নি যুক্তরাষ্ট্রের৷ গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে ডুবিয়েছে তারা ৫-০ গোলের লজ্জায়৷ ওপরে সেই ম্যাচের ছবি৷
কে হবে চ্যাম্পিয়ন?
গ্রুপ পর্ব পেরিয়ে ইরান, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, মালি, ইরাক, ইংল্যান্ড, জাপান, নাইজার আর হন্ডুরাসও উঠেছে কোয়ার্টার ফাইনালে৷ নক-আউট পর্বের যে কোনো ম্যাচে ঘটতে পারে বড় অঘটন৷ দু’টো ম্যাচ জিতলে যে কোনো দল উঠে যেতে পারে ফাইনালে৷ আর তিন ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন৷ কার ভাগ্যে শিঁকে ছিড়বে?