1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে জমজমাট ‘লেডিস স্পেশাল’

১৩ অক্টোবর ২০০৯

ভারতে সম্প্রতি চালু হওয়া শুধুমাত্র নারীদের জন্য বিশেষ ট্রেন নাকি ব্যাপক সাড়া ফেলেছে৷ দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে চালু হওয়া এসব ‘লেডিস স্পেশাল’ কর্মজীবি নারী আর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিশ্বস্ত বাহনে পরিণত হচ্ছে৷

https://p.dw.com/p/K4zn
ছবি: picture alliance/dpa

লেডিস স্পেশাল-এ মজাটা কী? একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে মুম্বইয়ের ট্রেন যাত্রী সুপ্রিয়া ব্যানার্জি জানালেন, সাধারণ ট্রেনে অনেক সময় আমরা সিট পেতাম না, ফলে দাঁড়িয়ে যেতে হতো৷ এসব ট্রেনে নিরাপত্তা না থাকায় প্রায়শই চুরি, ছিনতাই এর ঘটনাও ঘটতো৷

তবে লেডিস স্পেশাল-এ নাকি এসব ঝামেলা নেই, মত সুপ্রিয়ার৷ তাঁর মতে আরেক যাত্রী দিল্লির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঙ্গীতা৷ জানালেন, সাধারণ ট্রেনে পুরুষরা মেয়েদের গায়ে হাত দিয়ে কিংবা চিমটি কেটে বিরক্ত করে৷ লেডিস স্টেশাল এসব বিড়ম্বনা থেকে মেয়েদের মুক্তি দিয়েছে৷

তিনি আরো জানালেন, এখানে কেউ আমাদের উদ্দেশ্যে কটু মন্তব্য ছুঁড়তে পারে না, ঠাট্টাচ্ছলে বাজে কথা বলতে পারেনা৷

শুধু নারীদের জন্য চালিত এসব ট্রেন সাজানোও হয়েছে বিশেষ রংয়ে৷ ইঞ্জিনের অংশটার রং নীল এবং লাল৷ আর যাত্রীবহনকারী কোচগুলো হলুদ৷ শুধু তাই নয়, আসন বিন্যাসও করা হয়েছে নারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় এনে৷

লেডিস স্পেশাল কিন্তু শুধুমাত্র যাত্রা পথেই শান্তি দিচ্ছে না ভারতীয় নারীদের৷ বরং ঘরেও নাকি পৌঁছচ্ছে এই শান্তি৷ কীভাবে? ভারতের উত্তরাঞ্চলের রেলওয়ের জেনারেল ম্যানেজার বিবেক সাহা জানালেন, বিশেষ এই ট্রেনগুলোতে মহিলাদের বসার জন্য প্রশস্ত আসনের ব্যবস্থা করা হয়েছে৷ আর তাই আগের মতো ভ্রমণ ক্লান্ত হয়ে পড়েননা তারা৷ ফলে ঘরে গিয়ে রান্নাবান্না কিংবা পরিবারকে আরো বেশি সময় দিতে পারছেন মহিলারা৷

লেডিস স্পেশালের নিরাপত্তার জন্যও আছে বিশেষ রেল পুলিশ৷ পুরুষদের প্রবেশ ঠেকাতে টিকিট চেকারদের সঙ্গে ট্রেনের মধ্যে টহল দেন তাঁরা৷

অবশ্য এতকিছুর মধ্যেও মাঝে মাঝে নাকি পুরুষরা ঢুঁ মারা চেষ্টা করে লেডিস স্পেশালে৷ কেউ কেউ দাবি করে লেডিস স্পেশাল তুলে দেয়ার, জানালো কলকাতার মেয়ে অর্চনা৷ তার কথায়, তারা হয়তো মনে করছে, সরকার শুধু মেয়েদের সাহায্য করছে – পুরুষদের নয়৷

প্রসঙ্গত, ভারতে বছর কয়েক আগেই সাধারণ ট্রেনের সঙ্গে মহিলাদের জন্য বিশেষ কোচ চালু করা হয়েছিল৷ তবে পুরুষদের চাপে তা খুব একটা কাজে আসছিল না৷ আর তাই ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি চালু করেন শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ ট্রেন৷ আপাতত এমন ট্রেনের সংখ্যা আট৷ তবে ভবিষ্যতে নাকি এই সংখ্যা আরো বাড়বে৷ জয়তু লেডিস স্পেশাল!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন