ভারতে নকল আমির খান, রণবীর সিং, মৃত ব্যক্তিও ভোট চান!
যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়ার পর ভারতের নির্বাচনেও দাপিয়ে বেড়াচ্ছে এআই প্রযুক্তি৷ নকল মানুষই শুধু নয়, এমনকি মৃত মানুষকেও প্রযুক্তির সহায়তায় ভোটের লড়াইয় নামানো হয়েছে সেখানে! বিস্তারিত ছবিঘরে...
এআই : দেশে দেশে নির্বাচনে...
যুক্তরাষ্ট্রে তো আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স (এআই)-এর ব্যবহার হয়েছেই, ইন্দোনেশিয়া আর পাকিস্তানেও এর সহায়তায় চলেছে নির্বাচনি প্রচার৷ প্রত্যক্ষ সুফল প্রাপ্তিতে পাকিস্তানকেই এগিয়ে রাখাতে হবে৷ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে রেখেই তার আদলের একজনকে পর্দায় হাজির করেছিল তেহরিক-ই ইনসাফ৷সেই ‘নকল’ ইমরানের ভাষণ শুনেই ভোট দিয়েছেন অনেক ভোটাররা৷ আরেকটু হলে তো ক্ষমতায় ফিরেই যেতো তেহরিক-ই ইনসাফ৷
বামপন্থিদের ‘হাতিয়ার’
লোকসভা নির্বাচন চলছে ভারতে৷ পশ্চিমবঙ্গে এবার নির্বাচনি প্রচারে এআই প্রযুক্তির সহায়তা নিয়েছে ৩৪ বছর রাজ্য শাসন করা সিপিএম। নির্বাচনি প্রচারে সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন সমতা নামের এক নারী্৷সমতা আসলে এআই প্রযুক্তির সৃষ্টি৷
মৃত ব্যক্তিও প্রচারে
কন্যাকুমারমে কংগ্রেস দলের প্রার্থী বিজয় বসন্তকুমার এআই-এর সহায়তায় ভোট চাইতে নামিয়ে দিয়েছেন প্রয়াত বাবাকে৷ বাবার চেহারার এক যন্ত্রমানব যে সবাইকে বলছেন, ‘‘আমার দেহ ছেড়ে গেলেও, প্রাণটা আপনাদের সঙ্গেই আছে৷ আমি আপনাদের বলছি- এবার কংগ্রেসকে ভোট দিন’’- বিজয় তাতেই খুশি৷ তিনি মনে করেন, মৃত বাবা এখনো এত জনপ্রিয় যে এআই প্রযুক্তির সহায়তায় তার মতো একজনকে এনে দাঁড় করালেও ভোটাররা তার কথা শুনবেন৷
কংগ্রেসের কাঁচা-কাজ
ছবির এই মানুষটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় ভারতের শাসনক্ষমতায় থাকা জাতীয় কংগ্রেস দলের মুখপাত্র সুজাতা পাল৷গত ১৭ এপ্রিল তিনি তার এক্স এবং ফেসবুক অ্যাকাউন্টে দুই বলিউড তারকার দুটি ভিডিও শেয়ার করেন৷ একটিতে আমির খান আর অন্যটিতে রণবীর সিং নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনায়৷ তিনদিনে প্রায় চার লাখ মানুষ দেখে ফেলে সেই ভিডিও৷ সুজাতা পাল নাকি বুঝতেই পারেননি ভিডিও দুটি যে নকল!
ভুল, নাকি অপকৌশল?
সুজাতা পাল শুরুতে বুঝতে পারেননি বললেও পরে স্বীকার করতে হয়েছে যে, ভিডিও দুটাাতেই আসলে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ লেখা ছিল এবং তা তিনি দেখেছেন৷ দেখার পরও কেন সেগুলো আসল আমির আর আসল রণবীরের ভিডিও হিসেবে শেয়ার করলেন? সুজাতার জবাব, ‘‘ (প্রকৃত ব্যক্তিদের সঙ্গে) চেহারায় অনেক মিল দেখে আমার মনে হয়েছে, এতে তো সৃষ্টিশীলতার ছাপ আছে, সুতরাং এগুলো শেয়ার করা যায়৷’’
রণবীরের বার্তা
ফেক ভিডিও দুটো নজরে আসার পরই বিষয়টি আমির খান এবং রণবীর সিংকে জানিয়ে দেয় এক্স এবং ফেসবুক কর্তৃপক্ষ৷ রণবীর সঙ্গে সঙ্গেই তার ভক্তকূলকে সতর্ক করে এক্স-এ স্ট্যাটাস দেন, ‘‘ডিপফেক সম্পর্কে সাবধান থাকুন, বন্ধুরা!’’ এখানেই কি শেষ? না, রণবীরের ঘনিষ্ঠ কয়েকজন রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি নিয়ে আরো কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেয়া যায় তা ভেবে দেখছেন তারা৷
আমিরের মামলা
আমির খান বলছেন, ‘‘মোদী গত নির্বাচনের আগে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলোর একটাও পূরণ করেননি, তাই সুবিচারের জন্য ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন’’- এমন ভিডিও দেখে কংগ্রেসের যে সমর্থকরা খুব খুশি হয়েছিলেন, তারা এই মুহূর্তে খুব বিব্রত৷ কারণ, মুম্বাইয়ে ইতিমধ্যে মামলা করে দিয়েছেন বলিউড তারকা আমির খান৷ ১৭ এপ্রিল অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করার পর দোষীদের চিহ্নিত করতে তদন্তও শুরু করেছে পুলিশ৷
কঠোর ফেসবুক
আমির খান এবং রণবীর সিংয়ের আদলে গড়া এআই ভিডিও দুটো ইতিমধ্যে সরিয়ে নিয়েছে এক্স ও ফেসবুক৷ বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এমন ভিডিও তাদের নীতিমালা পরিপন্থি, তাই সেগুলো সরিয়ে নেয়া হয়েছে৷এক্স কর্তৃপক্ষ ভিডিও সরালেও তার কারণ রয়টার্সকে জানায়নি৷