ভারতে নতুন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলি অপেক্ষা করছে
পরপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী৷ কিন্তু তার ও সরকারের সামনে প্রচুর চ্যালেঞ্জ রয়েছে৷
বেকার-সমস্যা
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমিকদের নিয়ে প্রকাশ করা সমীক্ষায় বলা হয়েছে, এই বছর জানুয়ারি থেকে মার্চে সারা দেশের শহরগুলিতে ১৪ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে ১৭ শতাংশ বেকার৷ গোটা ১২ রাজ্যে বেকারের সংখ্যা ২০ শতাংশের বেশি এবং একটি রাজ্যে তা ৩০ শতাংশের বেশি৷ ফলে কর্মসংস্থানের ব্যবস্থা করা নতুন সরকারের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ৷
ছোট ও মাঝারি শিল্পের অবস্থা
ভারতে ছোট ও মাঝারি শিল্প ১১ কোটি মানুষকে কর্মসংস্থান দেয়৷ কিন্তু ধীরে ধীরে ছোট ও মাঝারি শিল্পের অবস্থা খারাপ হচ্ছে৷ ফলে সেখানে কর্মসংস্থান বাড়ছে না৷ চাপ গিয়ে পড়ছে কৃষি, নির্মাণ ও অনানুষ্ঠানিক খাতে৷ সেখানেও কর্মসংস্থানের সুযোগ খুব বেশি বাড়ছে না, কাজের মানও বাড়ছে না৷ ফলে নতুন সরকারের সামনে ছোট ও মাঝারি শিল্পকে চাঙা করার চ্যালেঞ্জ থাকছে৷
দক্ষ শ্রমিকের চ্যালেঞ্জ
বড় শিল্পগুলিতে অটোমেশন ও রোবট ব্যবহার বাড়ছে৷ সেখানে কর্মসংস্থানের সুযোগও কমছে৷ এই অবস্থায় দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে৷ ফলে স্কিল ডেভলাপমেন্ট কর্মসূচি খুবই জরুরি৷ ভারতে এই কর্মসূচি চলছে৷ বণিকসভা সিআইআই-এর রিপোর্ট বলছে, বিভিন্ন ক্ষেত্রের চাহিদা মেটাতে গেলে ৩০ কোটি দক্ষ শ্রমিক চাই৷ প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী বলেছেন, ‘‘দক্ষ শ্রমিক এখন বাজারে আসছে, কিন্তু তারা সংস্থার চাহিদা মেটাতে পারছে না৷’’
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ
গতবছর হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম-সহ বিভিন্ন জায়গায় ক্লাউড বার্স্ট বা মেঘ ফাটা বৃষ্টির ফলে চকিত বন্যা হয়েছে৷ হিমাচলে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রাজ্য সরকারের দাবি৷ কিছুদিন আগে মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে একদিনে রেকর্ড বৃষ্টি হয়ে শহর ডুবেছে৷ জলবায়ু পরিবর্তনের বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে ভারত৷ বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে অসুবিধায় পড়বে গরিবরা৷ অপুষ্টি বাড়বে৷
গরম বাড়ছে
জলবায়ু পরিবর্তনের কারণে গরমের তীব্রতা বাড়ছে৷ দিল্লির তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ দেশের একটা বড় অংশ তাপপ্রবাহের মধ্যে পড়েছে৷ এপ্রিলে বিদ্যুতের চাহিদা নয় দশমিক চার শতাংশ বেড়েছে৷ জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া সরকারের সামনে বড় চ্যালেঞ্জ৷
স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি গরিবদের জন্য বিমা প্রকল্প এনেছে৷ কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো এখনো অবহেলিত৷ গ্রামের দিকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সুযোগসুবিধার একান্ত অভাব৷ ভালো চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাওয়া যায় না৷ বেসরকারি হাসপাতালগুলি অত্যন্ত ব্যয়বহুল৷ ১৪০ কোটি মানুষের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ৷
জিনিসের দাম কমানো
এবারের লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যের মানুষ জিনিসের দাম নিয়ে অসন্তোষের কথা বলেছেন৷ ২০২৩-২৪ সালে কৃষির উৎপাদন বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছিল এক দশমিক চার শতাংশে৷ এবারও গমের উৎপাদন আগেরবারের তুলনায় কম হবে বলে মিল মালিকদের সংগঠন জানিয়ে দিয়েছে৷ ডাল, তৈলবীজ, মশলার ক্ষেত্রেও একই সাবধানবানী শোনা যাচ্ছে৷ এই অবস্থায় দাম কমানোটা একটা বড় চ্যালেঞ্জ৷
কৃষকদের দাবি মেটানো
লোকসভা নির্বাচনের আগে আবার কৃষক বিক্ষোভ হয়েছে৷ কৃষকদের দাবি, ন্যূনতম সংগ্রহ মূল্যকে আইনি স্বীকৃতি দিতে হবে৷ অর্থাৎ, কেউ যদি সরকারের বেঁধে দেয়া দামের থেকে কম দাম দিয়ে ফসল কেনে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে৷ প্রধানমন্ত্রী মোদী কৃষকদের এই দাবি মানতে এতদিন রাজি হননি৷ এবার কৃষকদের দাবি মানা বা তাদের ক্ষোভ প্রশমিত করাটা নিঃসন্দেহে সরকারের সামনে চ্যালেঞ্জ৷