1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মার্কিন ভ্রমণকারীদের প্রতি মার্কিন সরকারের হুঁশিয়ারি

১৯ অক্টোবর ২০১১

দেওয়ালির সময় সম্ভাব্য সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে মার্কিন সরকার ভারত ভ্রমণেচ্ছু তার নাগরিকদের বিশেষভাবে সতর্ক হতে বলেছে৷ দিল্লি সরকার সন্ত্রাসী হামলার সম্ভাবনার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব সুরক্ষা ব্যবস্থা নিয়েছে৷

https://p.dw.com/p/12vJx
গোটা দেশ জুড়েই ধুমধাম করে পালিত হয় দীপাবলি উৎসবছবি: AP

ভারতে দেওয়ালির মত আসন্ন উৎসব মরশুমে সন্ত্রাসী হামলার সম্ভাবনার প্রেক্ষিতে মার্কিন সরকার ভারত ভ্রমণে ইচ্ছুক তার নাগরিকদের জন্য হুঁশিয়ারি বার্তা জারি করেছে৷ ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা ভারতে হামলার ছক কষছে বলে ভারত সরকার এবং স্থানীয় সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে তাতে এই আশঙ্কা আরো বেড়ে গেছে৷

বিবৃতিতে আরো বলা হয়, যেসব মার্কিন নাগরিক ভারতে যেতে চান বা ভারতে রয়েছেন তাঁরা যেন সব সময় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা সুনিশ্চিত রাখেন৷ বিশেষ করে ট্রেন, বাস, ভীড়ে ভরা বাজার এলাকা, ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোঁরা ইত্যাদি পাবলিক প্লেসে৷ কারণ সাধারণত এইসব জায়গাগুলি সন্ত্রাসীদের লক্ষ্যস্থল হয়ে থাকে৷

Flash-Galerie Pakistan: Hindu-Fesival in Lahore
দীপাবলির সময় হামলার আশঙ্কা করা হচ্ছেছবি: AP

উল্লেখ্য, এমাসের ১৩ তারিখে হরিয়ানার আম্বালায় বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার করা হয়৷ তার মাসখানেক আগে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ প্রশাসনের ঘোর সন্দেহ, সন্ত্রাসীরা নতুন হামলার ছক কষছে৷ গোয়েন্দা পুলিশের দাবি, আম্বালা কাণ্ডের লক্ষ্য ছিল রাজধানির বুকে ফের বিস্ফোরণ ঘটানো৷

পুলিশ কর্তাদের মতে, এই নাশকতা চক্রান্তের পেছনে জম্মু-কাশ্মীরে সক্রিয় জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ও শিখ জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের হাত আছে৷ বাব্বর খালসার নাম অনেকদিন পর প্রকাশ্যে এলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগের দাবি, এই গোষ্ঠী সম্পর্কে অনেক তথ্য হাতে এসেছে৷ এই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটি নতুন করে শক্তি সঞ্চয়ের চেষ্টা চালাচ্ছে৷ এই কাজে লস্কর তাদের বড় মদৎদাতা৷গোয়েন্দাদের মতে লস্কর-বাব্বর হাত মিলিয়ে নতুন সন্ত্রাসী ব্যবস্থা গড়ে তুলেছে৷

উৎসব মরশুমে মার্কিন হুঁশিয়ারি বার্তায় রাজধানি দিল্লিতে বিশেষ কী সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও দিল্লি পুলিশের বড়কর্তা রাজন ভগত ডয়চে ভেলেকে বললেন, মার্কিন সতর্ক বার্তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই৷ আমরা প্রয়োজনীয় যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি৷ বিশেষ করে ভীড়ে ভরা বাজার এলাকায় রাস্তা ঘাটে রেল ও বাস টার্মিনাসে৷ দিল্লির বিভিন্ন রাস্তায় বসেছে ব্যারিকেড, শপিং মলে সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর৷ এছাড়া আছে সাদা পোশাকের নজরদারি পুলিশ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান