ভারতে লেডি গাগার ‘‘বডিগার্ড’’ কে হবেন?
২১ আগস্ট ২০১১সলমানের ছোটবোন আলভিরার মেয়ে হলেন এই আলিজে৷ আলিজের বাবা অতুল অগ্নিহোত্রী৷ আলিজে আবার লেডি গাগা'র বিশেষ ফ্যান৷ কাজেই আলিজের মাথায় এসেছে এই আশ্চর্য আইডিয়া: ‘‘বডিগার্ড'' খ্যাত মামা সলমান খান যদি ভারতে লেডি গাগার বডিগার্ড হন, তো কেমন হয়?
খবরটা দিয়েছে ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সংবাদ সংস্থা৷ লেডি গাগা ভারতে আসছেন আগামী অক্টোবর৷ দৃশ্যত আলিজে যে মামা সলমানকে লেডি গাগা'র বডিগার্ড হতে বলেছেন, শুধু তাই নয়, আলিজে চান সলমান লেডি গাগার সম্মানে একটি পার্টি দেবেন, যে পার্টিতে আলিজে আর তার বন্ধুবান্ধবরা লেডি গাগার সঙ্গে আলাপ করার সুযোগ পাবে৷
সলমানের শ্যালক এবং আলিজের পিতা অতুল অগ্নিহোত্রী বলেছেন: ‘‘আমার মেয়ে বিরাট ফ্যান এবং সত্যিই লেডি গাগা'র সঙ্গে দেখা করার স্বপ্ন দেখছে৷ সেই জন্যেই এ'সব অদ্ভূত ধারণা খেলছে ওর মাথায়৷'' ওদিকে সলমান-কারিনা'র ‘‘বডিগার্ড'' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩১শে অগাস্ট৷
ছবিটির পরিচালক সিদ্দিকী আবার দক্ষিণের মানুষ৷ মুম্বই ফিল্মে এটিই তাঁর প্রথম পদার্পণ৷ হিন্দিতে ‘‘বডিগার্ড'' করার আগে তিনি গোটা ষাটেক হিন্দি ছবি দেখেন, বলিউড ছবি তৈরি করার কায়দাটা বোঝার জন্য৷ দিনে চার-পাঁচটা করে: ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন, মাই নেম ইজ খান, ফ্যাশন, সরকার, জব উই মেট, তারে জমিন পর, থ্রি ইডিয়টস, নো ওয়ান কিলড জেসিকা - কিছু বাদ দেননি৷
দেখে সিদ্দিকীর মনে হয়েছে, দক্ষিণের সাথে সাংস্কৃতিক পার্থক্য তো আছেই - সেই সঙ্গে বড় ক্যানভাস, আলাদা কোরিওগ্রাফি, আবেগ প্রকাশ করার ভঙ্গি, সব কিছুই যেন - সিদ্দিকীর ভাষায় - হাই প্রোফাইল, অর্থাৎ বড় মাপের, বড় আকারের৷ সেক্ষেত্রে দক্ষিণে সব কিছু সহজ, সরল, নিরহঙ্কার, লো প্রোফাইল৷
সিদ্দিকী এই নিয়ে তৃতীয়বার একই চিত্রনাট্য থেকে ছবিটি তৈরি করছেন৷ ইতিপূর্বে একবার ‘‘বডিগার্ড'' ছবিটি তৈরি করেছেন মালয়ালম ভাষায়, দ্বিতীয়বার তামিলে, যার নাম ছিল ‘কাভলন'৷ তেলুগু ভাষাতেও ‘বডিগার্ড' তৈরি হচ্ছে ‘গঙ্গা' নাম দিয়ে, তবে তার পরিচালক সিদ্দিকী নন৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক