ভারতে সন্তান কামনা
১৯ এপ্রিল ২০১২গত মঙ্গলবার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে এক স্বামী তার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেন তৃতীয় নারী সন্তানের জন্ম দেবার অপরাধে৷ তার কয়েক দিন আগে দক্ষিণের বাঙ্গালোর শহরের ঘটনা: ২৫ বছর বয়সের পিতা তার তিন মাসের কন্যা সন্তানকে শারীরিক নিপীড়ন করে মেরে ফেলেছেন শুধু কন্যা সন্তান হওয়ার দোষে৷ এ'ছাড়া আস্তাকুঁড়ে কিংবা কুয়োয় নারী সন্তানের ভ্রুণ, এ'সব তো আছেই৷
জাতিসংঘের বিচারে ভারত হল কন্যা সন্তানদের জন্য সর্বাপেক্ষা বিপজ্জনক স্থান৷ ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী, ভারতে প্রতি হাজার পুরুষ সন্তান প্রতি মাত্র ৯১৪টি নারী সন্তান জন্ম নিয়েছে৷
পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের সাবেক সহ-সভানেত্রী ড. রমা দাস এই পরিস্থিতির জন্য সর্বাগ্রে দেশের বিবাহ পদ্ধতিকে দায়ী করেন৷ দ্বিতীয়ত, তিনি মনে করেন যে, নারীরা স্বয়ং প্রতিবাদ না জানালে, শুধু শিক্ষায় বিশেষ কাজ হবে না৷ অল্পবয়সী, অত্যাচারিত মেয়েরা যখন নিজেরাই প্রশাসনের কাছে গিয়ে তাদের কথা জানাবে, শুধু তখনই কাজ হবে বলে তাঁর ধারণা৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ