1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভারতে সাধারণ মানুষের কোনো মানবাধিকার নেই'

২ জুলাই ২০১৯

কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্র৷ সম্প্রতি লোকসভায় নিজের প্রথম ভাষণে তিনি মোদী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন৷ সেই ভিডিও বর্তমানে ব্যাপক ভাইরাল৷

https://p.dw.com/p/3LRCi
Indien Parlamentswahl 2017 Wahlkampf BJP
ছবি: DW/M. Krishnan

 

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে লোকসভায় প্রথমবারের মতো পা রাখলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র৷ সম্প্রতি রাষ্ট্রপতির ভাষণের উত্তরে তাঁর বক্তব্য সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে৷

৪৩ বছর বয়সি এই তরুণ রাজনীতিক তাঁর বক্তব্যে ভারতের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথে তুলনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিউজিয়ামে চিহ্নিত ফ্যাসিবাদের সাতটি চরিত্রের৷ তিনি বলেন যে, ভারতের সাধারণ জনগণ পদে পদে লাঞ্ছিত হচ্ছেন নাগরিকত্ব প্রমাণের নামে৷

তাঁর সাফ বক্তব্য, যে দেশে মন্ত্রীদের মতো ক্ষমতাশালী ব্যক্তিরা নিজেদের শিক্ষাগত যোগ্যতার কোনো কাগুজে প্রমাণ দিতে পারে না, সেই দেশে সাধারণ গরিব জনতার কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ দাবি করা অবশ্যই ভুল৷

লোকসভায় বিরোধী দলের সদস্য কম থাকার ফলে সরকারপক্ষের সাংসদদের থেকে ওঠে মহুয়ার বক্তব্যের বিরুদ্ধে জোর আওয়াজ৷ কিন্তু তাতে না দমে গিয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি৷

২৫ জুন মহুয়া মৈত্রের এই বক্তব্য সম্প্রচার হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়৷

কিন্তু কেউ কেউ তাঁর বক্তব্যের প্রশংসার পাশাপাশি আঙুল তুলছেন পশ্চিমবঙ্গে তাঁর দল তৃণমূল কংগ্রেসের দিকেও৷ মহুয়া মৈত্র সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি৷সব মাধ্যম মিলিয়ে, লোকসভায় দেয়া তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যে দেখা হয়েছে প্রায় ৯০ লক্ষবার!

এসএস/এসিবি