1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে সুড়ঙে আটক ৪০ শ্রমিক, চলছে জীবিত উদ্ধারের চেষ্টা

১৩ নভেম্বর ২০২৩

দীপাবলির দিনে উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গ কাজ করছিলেন ৪০জন শ্রমিক৷ হঠাৎ ওপরে মাটি ধসে পড়ায় ভেতরে আটকা পড়ে যান তারা৷ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে তাদের জীবিত উদ্ধারের চেষ্টা৷

https://p.dw.com/p/4YkGE
২০০ মিটার দূরে আটকে পড়েছেন ৪০জন শ্রমিক, সুড়ঙের বাইরে চলছে তাদের উদ্ধারের চেষ্টা
২০০ মিটার দূরে আটকে পড়েছেন ৪০জন শ্রমিক, সুড়ঙের বাইরে চলছে তাদের উদ্ধারের চেষ্টাছবি: SDRF/AP/picture alliance

রোববার ভারতে পালিত হয়েছে  দীপাবলি উৎসব৷ কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের ৪০ জন নির্মাণ শ্রমিকের আলোর উৎসব পালন করা হয়নি৷ভোরের আলো ফোটার আগেই উত্তরকাশী যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারায় নির্মাণাধীন টানেলে কাজ শুরু করেছিলেন তারা৷ হঠাৎ মাটি ধসে পড়ায় বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যান, কয়েক ঘণ্টা পর উদ্ধারকর্মীরা কাগজে লেখা বার্তা পাঠিয়ে প্রথমে আশ্বস্ত করেন৷ তারপর থেকে চলছে দীপাবলির রাতও আঁধারে কাটাতে বাধ্য হওয়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা৷তবে শ্রমিকরা সুড়ঙ্গের প্রবেশপথ থেকে ২০০ মিটার (৫০০ ফুট) দূরে আটকে পড়ায় আবর্জনা সরিয়ে সরিয়ে এগোতে হচ্ছে উদ্ধারকর্মীদের৷ পাশাপাশি চালাতে হচ্ছে আটকে পড়াদের বাঁচিয়ে রাখার চেষ্টা৷

অক্সিজেনের অভাবে আটকে পড়া শ্রমিকদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ অক্সিজেন না পেলে দম বন্ধ হয়েই মৃত্যু হতে পারে তাদের৷ উদ্ধারকর্মীরা অবশ্য ইতিমধ্যে ক্ষুধার্ত শ্রমিকদের খাবারের ছোট ছোট প্যাকেট সরবরাহ করার পাশাপাশি পাম্প করে ওপর থেকে অক্সিজেনও পাঠাতে শুরু করেছেন৷ ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স-এর সিনিয়র কমান্ডার করমবীর সিং ভান্ডারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘সুড়ঙে আটকে পড়া ৪০ জন শ্রমিকই নিরাপদ আছেন৷আমরা তাদের কাছে খাবার এবং পানি পাঠিয়েছি৷''

শুরুতে কাগজে বার্তা পাঠিয়ে যোগাযোগ করা হলেও উদ্ধারকর্মীরা এখন রেডিও হ্যান্ডসেটের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন৷

সাড়ে চার কিলোমিটার (২.৭ মাইল) দীর্ঘ সুড়ঙ্গটির যে অংশ ধসে পড়েছে, সেখানে প্রায় ৪০ মিটার মাটি এবং আবর্জনা সরালে আটকে পড়াদের কাছে পৌঁছানো যাবে৷ ২৪ ঘণ্টারও বেশি সময়ে মাত্র ২০ মিটারের মতো মাটি সরানো সম্ভব হয়েছে৷

বার্তা সংস্থা পিটিআইকে করমবীর সিং ভান্ডারি জানান, প্রচুর আবর্জনা বাধা হয়ে দাঁড়ানোয় উদ্ধারকাজে বেশি সময় লাগছে, তবে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তারা, ‘‘সুড়ঙে অত্যধিক আবর্জনা থাকায় উদ্ধারকাজে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে, তবে আমাদের টিম সব চেষ্টা করে যাচ্ছে৷''

এসিবি/কেএম(এএফপি, এপি)