ভারতের উদ্ধারকারী দল তুরস্কে, উদ্ধার ছয় বছরের বাচ্চা
১০ ফেব্রুয়ারি ২০২৩প্রথমে গিয়েছিলেন ৫০ জন। তারপর পাঠানো হয় আরো ৫১ জনকে। তাদের গাজিয়ানটেপের নুরদাগিতে মোতায়েন করা হয়েছে। তাদের এই অপারেশনের নাম দেয়া হয় 'অপারেশন দোস্ত'।
সেখানেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা উদ্ধার করেন ছয় বছর বয়সি একটি বাচ্চাকে। পুরোটা কম্বলে মুড়ে বাইরে নিয়ে আসা হয় তাকে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করতে থাকেন। সেই ভিডিও টুইট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভারতের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা কীভাবে উদ্ধারকাজ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেছেন, ভারতের বিপর্যয় মোকাবিলা কর্মীদের জন্য গর্বিত। কাজের প্রতি দায়বদ্ধতা তাদের বিশ্বের অন্যতম সেরা বিপর্যয় মোকাবিলা বাহিনীতে পরিণত করেছে।
এনডিআরএফের ডিরেক্টর অতুল কারওয়াল সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তুরস্কে এখন প্রবল ঠান্ডা। তাই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের বিশেষ শীতবস্ত্র দিয়ে পাঠানো হয়েছে। এই শীতবস্ত্র ইন্দো টিবেটান বর্ডার পুলিশর কাছ থেকে ধার নেয়া হয়েছে।সেই সঙ্গে তাদের দুই সপ্তাহের খাবার ও জিনিস সহ পাঠানো হয়েছে।
প্রবল ঠান্ডার জন্যই সেখানে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। তার মধ্যেই ছয় বছর বয়সিকে বাঁচাতে পেরে উদ্ধারকারী দল খুবই উচ্ছ্বসিত।
জিএইচ/এসজি(পিটিআই)