1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের কাশ্মীরে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

১১ নভেম্বর ২০২৩

ভারতের কাশ্মীরের ডাল লেকে একটি হাউসবোটে শনিবার এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/4YhaH
Indien | ausgebrannte Hausboote in Srinagar
ছবি: Dar Yasin/AP Photo/picture alliance

পুলিশ জানায়, শনিবার নয়নাভিরাম কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর দ্রুতই তা পার্শ্ববর্তী কয়েকটি বোটে ছড়িয়ে পড়ে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ অন্তত পাঁচটি বোট আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে৷

বাংলাদেশি পর্যটকেরা আগুনে পুড়ে যাওয়া এই পাঁচটি বোটের একটিতে ছিলেন বলে জানায় পুলিশ৷ আগুনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন৷ 

ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ৷

উল্লেখ্য, কাশ্মীরের এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত৷ এই সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের লাখ লাখ পর্যটক সেখানে জড়ো হন৷ সরকারের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে এক কোটি ৬২ লাখ পর্যটক জম্মু এবং কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন৷

আরআর/টিএম (রয়টার্স)