ভারতের দরে রাশিয়া থেকে তেল কিনতে চায় পাকিস্তান
১৯ অক্টোবর ২০২২পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক ডার এখন অ্যামেরিকায়। বন্যাবিধ্বস্ত দেশের জন্য আর্থিক সাহায্য জোগাড় করতেই তার এই অ্যামেরিকা সফর। সেখানেই তিনি রাশিয়া থেকে তেল কেনার কথা জানিয়েছেন। তবে তার একটাই শর্ত। ভারতকে যে দামে তেল দিচ্ছে রাশিয়া, তাদেরও সেই দামে তেল দিতে হবে।
পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার তেল কেনা নিয়ে পশ্চিমা দেশগুলির কোনো আপত্তি নেই। পাকিস্তানের ভয়াবহ বন্যার পর দেশের অর্থনীতির হাল বেশ খারাপ। সেজন্য সস্তায় তেল কিনতে আগ্রহী পাকিস্তান।
রাশিয়া এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
ইশাক জানিয়েছেন, ''আমি আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে ৫৮টা বৈঠক করেছি। অ্যামেরিকা, সৌদি আরব এবং অন্য দেশের সঙ্গেও বৈঠক করেছি।''
পাকিস্তানের বন্যা নিয়ে একটা গোলটেবিল বৈঠক হয়েছিল। সেখানে ইউএনডিপি, এডিবি ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা বন্যা নিয়ে একটি য়ৌথ রিপোর্ট পেশ করেছেন। মন্ত্রী জানিয়েছেন, ''রিপোর্টে বলা হয়েছে, বন্যায় পাকিস্তানের তিন হাজার ২০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের জন্য এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার দরকার।''
রাশিয়ার গম
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের এবার গম উৎপাদন অনেক কম হবে। বন্যা তো আছেই, তার উপর কৃষকরা অন্য ফসলের দিকে ঝুঁকেছেন। তাই পাকিস্তান এখন রাশিয়া থেকে গমও কিনতে চায়।
মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত শা্ফকত আলি খান বলেছেন, ''আমরা গম কিনতে চাই, দুই পক্ষ এখন খুঁটিনাটি দিকগুলি নিয়ে আলোচনা করছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে খাদ্যশষস্য কেনা নিয়ে দীর্ঘমেয়াদী ব্যবস্থা চায় পাকিস্তান।''
পাক রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া আমাদের নতুন অংশীদার। আগে আমরা অনেকগুলি দেশ থেকে খাদ্যশস্য কিনতাম। এবার রাশিয়া থেকে কিনতে চাইছি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ''পাকিস্তান এক ভয়ংকর রাষ্ট্র। তাদের হাতে কোনো সমন্বয় ছাড়াই পরমাণু অস্ত্র আছে।''
জিএইচ/এসজি (এএনআই, ডেইলি টাইমস)