1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

অনিল চট্টোপাধ্যায়১৪ অক্টোবর ২০০৮

ভারতের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে৷ ৫টি রাজ্য হলো দিল্লী, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজস্থান ও মিজোরাম৷ ছত্তিশগড় ছাড়া অন্য ৪টি রাজ্যের ভোট হবে একদিনেই৷

https://p.dw.com/p/FZO6
জম্মু কাশ্মীরে ভোটের তারিখ এখনো স্থির হয়নিছবি: AP

মাওবাদী হামলার কথা মাথায় রেখে ছত্তিশগড় রাজ্যের ভোট হবে দুই পর্যায়ে৷ তবে জম্মু কাশ্মীরে ভোটের তারিখ এখনো স্থির হয়নি৷ ঐ রাজ্যের পরিস্থিতি অনুযায়ী পরে নির্বাচনের তারিখ ঘোষিত হবে৷

নতুন দিল্লীতে মূখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী জানান যে, ছত্তিশগড়ে ভোট হবে ১৪ই নভেম্বর ও ২০ নভেম্বর, মধ্যপ্রদেশে ২৫ নভেম্বর, দিল্লী ও মিজোরামে ২৯ নভেম্বর এবং রাজস্থানে ৪ঠা ডিসেম্বর৷ ভোট গননা ৮ ডিসেম্বর৷

৫টি রাজ্যের নির্বাচনকে আগামী বছর সাধারণ নির্বাচনের ড্রেস রিহার্সেল বলে অভিহিত করেছে পর্যবেক্ষক মহল৷

ভারত মার্কিন পরমাণু চুক্তির সাফল্যকে কংগ্রেস অবশ্যই হাতিয়ার করবে৷ তেমনি মুদ্রাস্ফীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যর্থতাকে কংগ্রেসের বিরুদ্ধে কাজে লাগাবে বিজেপি৷ সবকটি রাজ্যেই প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দল হলো কংগ্রেস ও বিজেপি৷ তবে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হাতে তুরুপের তাস হলো মুসলিম ভোট৷ হিন্দিবলয়ে বামদলের প্রভাব নেই বললেই চলে৷ তবে আঞ্চলিক দল মায়াবতীর বিএসপি এবং মুলায়েম সিং এর এসপির প্রভাব যথেষ্ট৷