ভারতের ‘ম্যানগ্রোভ ম্যান' মুরুকেশন
২২ এপ্রিল ২০২৩বিজ্ঞাপন
২০১৪ সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় এক লাখ গাছ লাগিয়েছেন৷
কেরালার কোচির ভাইপিন দ্বীপ আরব সাগরের তীরে অবস্থিত৷ মুরুকেশন টি পি সেখানে থাকেন৷ বন্যা ও সাগরের পানির উচ্চতা বাড়ার কারণে তার এলাকার অনেকে অন্যত্র চলে গিয়েছেন৷ তবে মুরুকেশন সেখানেই থেকে গিয়ে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন৷ সৈকতের ধার ধরে তিনি নিয়মিত ম্যানগ্রোভ গাছের চারারোপণ করে থাকেন৷ ‘‘এটা উপকূলীয় এলাকা৷ ম্যানগ্রোভের কারণে সাগরের পানি এলাকায় ঢুকতে পারে না,'' বলে জানান তিনি৷
আট ইঞ্চি বাঁশের মধ্যে চারা রোপণ করেন মুরুকেশন৷ প্রথমে বাঁশ অর্ধেক করে তারমধ্যে মাটি ঢুকিয়ে দড়ি দিয়ে বেঁধে তার ভেতরে চারা রোপণ করেন তিনি৷
আমৃত্যু এই কাজ করে যেতে চান মুরুকেশন৷
জেডএইচ/আরকেসি (এপি)