ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
১১ জুলাই ২০১২এই সমর্থন নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলি বিভাজিত এবং শরিক দলগুলি দ্বিধাবিভক্ত৷ কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রার্থী প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করছে না শরিক দল তৃণমূল কংগ্রেস৷ চলেছে এই নিয়ে কংগ্রেস-তৃণমূল টানাপোড়েন৷ তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ১৯শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের আগে৷
পশ্চিমবঙ্গ থেকে একজন বাঙ্গালি এই প্রথম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, সেখানে তাঁকে সমর্থন না করার পেছনে কী কারণ থাকতে পারে সেবিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. অমল মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় তিন বছরের জন্য ঋণের সুদ-আসল মকুব করাতে চেয়েছিলেন৷ সেটা অর্থমন্ত্রী হিসেবে প্রণব মুখোপাধ্যায় করতে পারেননি৷ তবো না পারার কারণ কোনো ব্যক্তিগত অনীহা বা উপেক্ষা নয়৷ সাংবিধানিক নিয়ম অনুযায়ী তা তিনি করতে পারেননি৷ কিন্তু মমতা বন্দোপাধ্যায় সেটা ব্যক্তিগত স্তরে নিয়ে গেছেন৷ প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন না করে তিনি একদিক থেকে বাঙ্গালি আবেগকে আঘাত করেছেন৷
রাষ্ট্রপতি পদের অপর প্রার্থী পি.এ সাংমাকে সমর্থনের ক্ষেত্রে বিরোধী জোটেও ভাঙ্গন৷ জোট ভেঙ্গে প্রথমে সাংমাকে সমর্থনে এগিয়ে আসে ওড়িশার বিজু জনতা দল এবং তামিলনাড়ুর এআইএডিএমকে দল৷ পরে ঐক্য বজায় রাখতে তাদের সঙ্গে যোগ দেয় বিজেপি৷ কিন্তু বিরোধী জোটের সংযুক্ত জনতা দল এবং শিবসেনা প্রণব মুখোপাধ্যায়কেই সমর্থন করছে৷ বামদলগলিও এই ইস্যুতে দ্বিধাবিভক্ত৷ সিপিএম ও ফরওয়ার্ড ব্লক প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করছে, কিন্তু বেঁকে বসেছে সিপিআই এবং আরএসপি৷
উপ-রাষ্ট্রপতি পদে কংগ্রেস জোট সরকার হামিদ আনসারির নাম প্রস্তাব করলে, তা নিয়েও শুরু হয় কংগ্রেস-তৃণমূল সংঘাত৷ কংগ্রেস হামিদ আনসারিকে দ্বিতীয়বার উপ-রাষ্ট্রপতি করতে চাওয়ায় তৃণমূল কংগ্রেসের ঘোর আপত্তি৷ আপত্তির কারণ, হামিদ আনসারির নাম ঘোষণা করার আগে শরিক দল হিসেবে তৃণমূলের সঙ্গে পরামর্শ করা হয়নি৷ রাষ্ট্রবিজ্ঞানী ড. অমল মুখোপাধ্যায় মনে করেন, হামিদ আনসারির মতো এক যোগ্য ব্যক্তিকে সমর্থন না করে সংখ্যালঘুদের কাছে এক ভুল বার্তা দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়৷ উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি নির্বাচন আগামী ৮ই আগস্ট৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ