ভারতে আসিয়ান সম্মেলন
২১ ডিসেম্বর ২০১২রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে পরিষেবা ও বিনিয়োগ ক্ষেত্রে ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই৷ যা সই হবে আগামী বছরের আগস্ট মাসে৷ আর সেই চুক্তি কার্যকর হলে, ২০১৫ সাল নাগাদ ভারতের সঙ্গে আসিয়ান দেশগুলির ব্যবসা-বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারে৷
শীর্ষ বৈঠকে কয়েকটি দেশের নেতা, বিশেষ করে ভিয়েৎনামের প্রধানমন্ত্রী দক্ষিণ চীন সাগর বিরোধের ইস্যুটি তোলেন৷ ভারত ও আসিয়ানের উপকূলবর্তী দেশগুলির মধ্যে জলপথ নিরাপত্তা তথা সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা গভীরতর করতে দক্ষিণ চীন সমুদ্র বিরোধের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন৷ আর সেই কাজ আন্তর্জাতিক আইন অনুসারে করতে হবে বলে মনে করে ভারত৷ এই উপলক্ষ্যে আসিয়ান দেশগুলির মধ্যে একটি ‘কার ব়্যালি'-র যাত্রারম্ভের সংকেত দেয়া হয়৷ এটা স্থলপথে ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে যোগাযোগের সূচনা করবে৷