1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করল জাতিসংঘ

অনিল চট্টোপাধ্যায়৪ ফেব্রুয়ারি ২০০৯

জাতিসংঘের মতে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে তথ্য-প্রযুক্তি ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভারত যে সাফল্য অর্জন করেছে, অন্যান্য বিকাশশীল দেশগুলির কাছে তা অনুকরণযোগ্য৷

https://p.dw.com/p/GnGx
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতিছবি: AP

জাতিসংঘের মহাসচিব বান-কী-মুনের বিশেষ উপদেষ্টা এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেলের চেয়ারম্যান জেফরী সাকস গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করে এক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়ানোর এবং আফ্রিকাসহ অন্যান্য বিকাশশীল দেশগুলির সঙ্গে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করার সুপারিশ করেন৷

নতুন দিল্লীতে অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেলের বৈঠকে তিনি বলেন, তথ্য প্রযুক্তি ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা প্রদানে ভারতের অভিজ্ঞতা এবং এই কাজে মোবাইল ফোনের কার্যকারিতা সম্পর্কে আফ্রিকা দেশগুলির অভিজ্ঞতা বিনিময়ে উভয় পক্ষই উপকৃত হবে৷ উল্লেখ্য, অধিবেশনে উপস্থিত ছিলেন কেনিয়া, মালাউই ও রুয়ান্ডার স্বাস্থ্য মন্ত্রীরা৷

জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অর্থ ব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্যাদি দ্রুত বিনিময়ে ভারত তথ্য প্রযুক্তিকে যেভাবে কাজে লাগিয়েছে, অন্য দেশগুলির কাছে তা অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি৷ তবে জনস্বাস্থ্য খাতে ভারতের ব্যয় বরাদ্দ, লক্ষ্য মাত্রার চেয়ে এখনও অনেক কম৷

ভারতের স্বাস্থ্যমন্ত্রী অম্বুমণি রামডস, সামাজিক স্বাস্থ্যকর্মীদের ৫০০ টাকা করে বিশেষ ভাতা দেবার এবং অন্ধ্রপ্রদেশ, তামিল নাড়ু ও আসামে, গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোন দেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করলে, আন্তর্জাতিক উপদেষ্টা প্যানেলের চেয়ারম্যান বলেন, মোবাইল ফোনে যোগাযোগ ও নজরদারী নেটওয়ার্ক উন্নত হবে এবং স্বাস্থ্যকর্মীদের ভাতা দেওয়ায় তাদের মধ্যে আসবে পেশাগত দক্ষতা৷ গ্রামীণ স্বাস্থ্য মিশনে প্রাতিষ্ঠানিক পরিষেবা গ্রহণের মাত্রা বৃদ্ধি পাওয়ায়, ভারতে শিশু ও প্রসূতি মৃত্যুর হার হ্রাস পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি৷ প্রসঙ্গতঃ উল্লেখ্য, গ্রামীণ জনস্বাস্থ্যের উন্নতিতে, এবছরে আরও ১৫টি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে সরকার বুধবার ঘোষণা করেন৷