1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে আফগান রোগীদের ভিড়

ওয়াসলাট হযরত-নাজিমি/আরবি২৪ ডিসেম্বর ২০১৩

আফগানিস্তান থেকে হাজার হাজার রোগী প্রতি মাসে চিকিৎসার জন্য ভারতে যান৷ চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতা, ভুল রোগ নির্ণয় ইত্যাদি কারণে এই সংখ্যাটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷

https://p.dw.com/p/1Afgs
Indien Gesundheitssystem Ausstellung von Rezepten Krankenhaus
ছবি: DW/P. Tewari

আফগানিস্তান থেকে হাজার হাজার রোগী প্রতি মাসে চিকিৎসার জন্য ভারতে যান৷ চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতা, ভুল রোগ নির্ণয় ইত্যাদি কারণে এই সংখ্যাটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷

আফগানিস্তানের মোহাম্মদ নাবি গলায় এক বিরাট দাগ দেখিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান এইভাবে, ‘‘আফগানিস্তানের ডাক্তাররা এখানে একটি টিউমার শনাক্ত করেন এবং সাথে সাথে অপারেশন করে ফেলেন৷'' ৫৬ বছর বয়সি এই ব্যক্তি দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন৷ বন্ধুদের পরামর্শে ভারতে এসে ডাক্তার দেখিয়েছেন৷ এজন্য অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে৷ ভারতের চিকিৎসকরা জানিয়েছেন, এটা কোনো টিউমার নয়, শুধু গ্ল্যান্ড ফুলে গেছে৷ ‘‘আমি প্রতারিত হয়েছি,'' ক্ষুব্ধ কণ্ঠে জানান নাবি৷

চারিদিকে আফগান মুখ

ভারতের কিছু হাসপাতালে চারিদিকে শুধু আফগান মুখ দেখা যায়৷ কারো কারো সাথে দোভাষীও রয়েছেন৷ প্রায় সবাই দিল্লির কাছে লাজপত নগর নামে একটি জায়গায় চিকিৎসার জন্য যান৷ এই জন্য জায়গাটিকে ‘ছোট আফগানিস্তানও' বলা হয়৷ হাসপাতালগুলিও এই সব রোগীর ব্যাপারে বিশেষ প্রস্তুতি নিয়েছে৷

অধিকাংশ রোগীই আফগান ডাক্তারদের ব্যাপারে হতাশ হয়েই ভারতে যান চিকিত্সার জন্য৷ আফগানিস্তানের ডাক্তারদের অনেকের কাছেই রোগীর চেয়ে অর্থই প্রধান৷ স্বাস্থ্যক্ষেত্রে রয়েছে বিরাট ঘাটতি৷ চিকিৎসার মানও অনেক নীচু৷ ‘‘অনেক অপারেশন দেশে করা সম্ভব নয়,'' বলেন ভারতে আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূত আশরাফ হাইদারি৷

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এইভাবে প্রতিবছর ২৪০ মিলিয়ন মার্কিন ডলার বাইরে চলে যায়৷

শুধু ক্লান্তিকরই নয় অত্যন্ত ব্যয়সাপেক্ষও

আফগান রোগীদের জন্য ভারতে চিকিৎসা করানোটা শুধু ক্লান্তিকরই নয়, অত্যন্ত ব্যয়সাপেক্ষও৷ প্লেনের টিকিট ছাড়াও রয়েছে হোটেলের খরচ, দোভাষী ও চিকিৎসার খরচ৷ সব মিলিয়ে কয়েক হাজার ডলার খরচ হয়ে যায়৷ বলা যায় বিত্তশালী আফগানরাই শুধু ‘স্বাস্থ্য পর্যটক' হতে পারেন৷ তবে কেউ কেউ তাদের সহায় সম্পদ ও জমিজমা বিক্রি করেও চিকিৎসার জন্য ভারতে যান৷

Tabletten Pillen Medikamente
উপার্জনও বেড়ে গেছে৷ কেউ কেউ মাসে ৪১০ ইউরো পর্যন্তও পান৷ অ্যান্টিবায়োটিক দিয়েই কাজ সারাছবি: picture-alliance/dpa

মোহাম্মদ নাবির ভাগ্য ভাল বলতে হবে৷ দোভাষীর খরচটা বাঁচাতে পেরেছেন তিনি৷ কেননা তাঁর এক আত্মীয় হিন্দি বলতে পারেন৷ তিনিই তাঁকে সাহায্য করেছেন৷ অন্যরা দোভাষীর সাহায্য নেন৷ তাই দোভাষীদের উপার্জনও বেড়ে গেছে৷ কেউ কেউ মাসে ৪১০ ইউরো পর্যন্তও পান৷

অ্যান্টিবায়োটিক দিয়েই কাজ সারা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত থেকে এসেছেন হোমা তাঁর ১২ বছরের ছেলের জন্য৷ আফগানিস্তানে ছেলেটির টনসিল অপারেশন করতে চেয়েছিলেন ডাক্তাররা৷ কারণ প্রায়ই তার গলা ব্যথা করতো৷ ডাক্তাররা ছেলেটিকে একগাদা অ্যান্টিবায়োটিক খেতে দেন৷ এতে সে আরো দুর্বল হয়ে পড়ে৷ ভারতে আসার পর চিকিৎসকরা তাঁকে বুঝিয়েছেন, যে তাঁর ছেলের অ্যালার্জি হয়েছে৷ সঠিক ওষুধ দেওয়ায় সে এখন ভাল বোধ করছে৷

ভারতের ডাক্তারদের ওপর আস্থা

প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানে না গিয়ে হোমা তার দেশের অন্যান্যদের মতো ভারতের ডাক্তারদের ওপর ভরসা করেছেন৷ যদিও আফগানিস্তানের মিডিয়াতে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়৷ বলা হয় ভারতীয় ডাক্তার ও দোভাষীরা মানুষের অসহায়তার সুযোগটা কাজে লাগাচ্ছেন৷ বেশি অর্থ আদায় করছেন৷


বেশিরভাগ আফগান রোগীই সন্তুষ্ট

‘‘ভারতের চিকিৎসায় বেশিরভাগ আফগান রোগীই সন্তুষ্ট৷ কেননা ডাক্তাররা নতুন উদ্ভাবিত পদ্ধতি কাজে লাগান,'' বলেন আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে আসা গুলনাশ৷ ২৬ বয়সি এই ব্যক্তি তাঁর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে নতুন দিল্লিতে এসেছেন৷

তাঁর মতে, ‘‘আফগান ডাক্তাররা যদি ভারতে ট্রেনিং নিতেন, তাহলে আমাদের ভারতে যেতে হতো না৷ তার বদলে নিজস্ব অর্থনীতিকে জোরদার করতে পারতাম৷''

ইতোমধ্যে আফগানিস্তান ও ভারত দুটি দেশই পরিস্থিতি অনুযায়ী উদ্যোগ নিয়েছে৷ ভারতীয় হাসপাতালগুলিতে কিছুদিন ধরে আফগান ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ আফগানিস্তানে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে৷ অবশ্য সে পর্যন্ত সুচিকিৎসার জন্য ভারতই হবে আফগানদের প্রথম ঠিকানা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য