ভারী তুষারপাতে ইউরোপে যান চলাচল ব্যাহত
ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টির কারণে বুধবার জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশে যান চলাচল ব্যাহত হয়৷ বৃহস্পতিবারও জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে৷
যান চলাচল বন্ধ
ভারী তুষারপাত ও হিমশীতল বৃষ্টির কারণে বুধবার জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশে যান চলাচল ব্যাহত হয়৷ কিছু ফেরি চলাচলও বন্ধ রাখতে হয়৷ এমনকি কিছু সেতু দিয়ে চলাচলও বন্ধ রাখা হয়৷ ছবিতে জার্মানির একটি রেলপথ থেকে তুষার সরাতে দেখা যাচ্ছে৷
স্কুল বন্ধ
হিমশীতল বৃষ্টির কারণে বুধবার সকালে পশ্চিম ও দক্ষিণ জার্মানিতে বরফ জমে যাওয়া কিছু রাস্তায় দুর্ঘটনা ঘটেছে৷ অনেক স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখা হয়৷ ছবিতে জার্মানির বন শহরের দুই শিশুকে আনন্দ করতে দেখা যাচ্ছে৷
ফ্রাঙ্কফুর্টে ফ্লাইট বাতিল
জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে বুধবার কয়েকশ ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ বৃহস্পতিবারও অনেক ফ্লাইট বাতিল করা হয়৷ বিমানবন্দরের মুখপাত্র জানান, বিমান থেকে বরফ সরানোর পর সেটি যখন উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাচ্ছিল ততক্ষণে আবারও বিমানে বরফ জমে যাচ্ছিল৷ তাই ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ মিউনিখ এয়ারপোর্টেও কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে৷ এছাড়া সেখানে অনেক ফ্লাইট বিলম্ব হয়েছে৷
বন্ধ ছিল অসলো বিমানবন্দর
নরওয়ের অসলো এয়ারপোর্টও বুধবার কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়৷ ভারী তুষারপাতের কারণে পাইলটদের দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমান চলাচল বন্ধ রাখতে হয়৷ বিকেল সাড়ে তিনটা থেকে বিমান চলাচল শুরু করা সম্ভব হয়৷
গতি কমিয়ে ট্রেন চলেছে
জার্মানির রেল সংস্থা ডয়চে বান বেশ কিছু দ্রুতগামী ট্রেনের চলাচল বন্ধ রেখেছিল৷ আর যেগুলো চলেছে সেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছিল৷
রাস্তায় দুর্ঘটনা
ভারী তুষারপাতের কারণে পশ্চিম ও দক্ষিণ সুইডেনের কিছু রাস্তায় দুর্ঘটনা ঘটে৷ ফলে গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় যানজট তৈরি হয়েছিল৷
রাস্তা পিচ্ছিল তাই বাস বন্ধ
পিচ্ছিল রাস্তা ও বরফের ভারে গাছের ডালপালা ও বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ার আশঙ্কায় রাইনলান্ড-পালাটিনেট ও জারলান্ড রাজ্যে কিছু রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়৷