ভারী বর্ষণে জন জীবন বিপর্যস্ত বাংলাদেশে
১১ আগস্ট ২০১১আবহাওয়ার হিসেব অনুযায়ী বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বরে ভারী বর্ষণ হয়৷ গত বছরের তুলনায় এখন পর্যন্ত বৃষ্টি ২০ ভাগ কম হয়েছে৷ তবুও গত রোববার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ ঢাকার অধিকাংশ রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে৷ কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি৷ আর অনেক ঘর বাড়িতেও পানি ঢুকে পড়েছে৷
রাস্তাগুলো পানিতে ডুবে যাওয়ায় নগরবাসীর চলাচলে ভীষন বেগ পেতে হচ্ছে৷ গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে৷ সৃষ্টি হচ্ছে তীব্র যানজট৷ আর এই অবস্থায় কোন কোন সড়কের পানিতে এখন চলছে নৌকা৷
আবহাওয়া দফতরের পরিচালক শাহ আলম জানান যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে এত দুর্ভোগ হওয়ার কথা নয়৷ ঢাকার ড্রেন এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ তিনি জানান এই বৃষ্টি চলবে আরো কয়েকদিন৷
এদিকে এই ভারী বর্ষণের কারণে কক্সবাজার, বন্দরবন, রাজশাহী এবং উপকুলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে৷ দেখা দিয়েছে পাহাড়ি ঢল৷ অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷
অন্যদিকে প্রবল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া পানিতে ভারতের পশ্চিমবঙ্গের অনেক এলাকা প্লাবিত হচ্ছে ৷ বর্ধমান, হুগলি, হাওড়া ও মালদাহ এলাকা প্লাবিত হচ্ছে বলে জানা গেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়