ভারী বর্ষণে মরুর দেশে বন্যা
ভারী বৃষ্টির কারণে পারস্য উপসাগরের দেশগুলোতে বন্যা দেখা দিয়েছে৷ দুবাইয়ের বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ ছিল৷ রাস্তা, আবাসিক এলাকা ও শহরের মধ্যস্থল ডুবে গিয়েছিল৷
দুই বছরের সমান বৃষ্টি
মঙ্গলবার দুবাইতে ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা প্রায় দুই বছরের বৃষ্টিপাতের সমান৷ দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল৷ রাস্তাঘাট, আবাসিক এলাকা ও শহরের কেন্দ্রস্থল ডুবে গিয়েছিল৷ বাহরাইন, ওমান, কাতার ও সৌদি আরবেও ভারী বৃষ্টিপাত হয়েছে৷
‘আবহাওয়া সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা’
শুকনো মরু এলাকায় এমন বৃষ্টি বিরল৷ সে কারণে অনেক রাস্তায় পানি নেমে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই৷ রাষ্ট্রীয় গণমাধ্যম ডাব্লিউএএম মঙ্গলবারের বৃষ্টিপাতকে ‘আবহাওয়া সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেছে৷
আটকে পড়া যাত্রী
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েছিলেন৷ বিমানের ক্রুদের অনেকে সময়মতো বিমানবন্দরে পৌঁছতে পারেননি৷ পানির কারণে বিমান ওঠানামা নিরাপদ ছিল না৷ অনেক ফ্লাইটকে দুবাইয়ে না নেমে অন্যত্র যেতে হয়েছে৷
পাম্প করে পানি সরানো হচ্ছে
শারজাহর রাস্তা থেকে পাম্প করে পানি সরানো হচ্ছে৷ বৃষ্টির পূর্বাভাস থাকায় দুবাইয়ে স্কুল বন্ধ রাখা হয়েছিল৷ অনেকে বাসা থেকে কাজ করেছেন৷
শহরের কেন্দ্র পানিতে ডুবে গিয়েছিল
দুবাইয়ের বাণিজ্যিক এলাকার পুরোটা ও আবাসিক এলাকায় পানি উঠে গিয়েছিল৷
মহাসড়কে পানি
১২ লেনের শেখ জায়েদ রোডের একাংশে পানি উঠে গিয়েছিল৷ এদিকে, সংযুক্ত আরব আমিরাতের একেবারে উত্তরের প্রদেশ রাস আল-খাইমাহতে বন্যায় গাড়ি ভেসে গিয়ে ৭০ বছরের এক ব্যক্তি মারা গেছেন৷
মরু এলাকায় চরম আবহাওয়া পরিস্থিতি
ওমানে ভারী বর্ষণে ১০ স্কুলশিক্ষার্থীসহ অন্তত ১৯ জন মারা গেছেন৷ উপসাগরীয় অঞ্চলে চরম আবহাওয়াজনিত ঘটনার সংখ্যা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন৷