বিশ্বকাপের প্রত্যাশায় ফিলিপ লাম
২৮ ডিসেম্বর ২০১৩জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে লাম বলেন, বিশ্বকাপ শিরোপা পেতে চাইলে জার্মান দলকে সবদিক থেকে ভালো করতে হবে৷ ৩০ বছর বয়সি এই ফুটবলারের সাক্ষাৎকার ওয়েবসাইটে বুধবার প্রকাশ হয়৷
লাম বলেন, ‘‘আমরা জানি, বিশ্বকাপ শিরোপা জেতা অত্যন্ত কঠিন৷ এরকম শিরোপা ঘরে তুলতে চাইলে অনেক কিছু একত্রে করতে হবে৷ এখন পর্যন্ত মাত্র তিনটি জার্মান দল বিশ্ব সেরা হয়েছে৷ আর বিশ্বকাপে প্রতিপক্ষ অবশ্যই দুর্বল নয়৷''
লাম মনে করেন, সরাসরি কাপ জয়ের কথা বললে অন্যান্য দেশের প্রতি অমার্যাদা করা হয়৷ তবে তিনি মানেন, ভক্তদের প্রত্যাশা অনেক৷ বিশেষ করে ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দলের কাছে সমর্থকরা এবার চূড়ান্ত জয়ই আশা করছে৷
জার্মানির অধিনায়ক বলেন, ‘‘আমরা নিজেরাই নিজেদের প্রত্যাশার মাত্রা বাড়াচ্ছি৷ আমাদের যোগ্যতা আছে, ক্ষমতা আছে৷ শুভদিনে আমরা যে-কোনো দলকে হারাতে পারি৷ তাই স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে, ক্ষমতার পূর্ণব্যবহার করা এবং যতটা সম্ভব অর্জন করা৷''
লাম জানান, তাঁর দল গত কয়েক বছরে পরিপক্ক হয়েছে৷ এখন সবচেয়ে বড় অর্জনের জন্য খেলতে প্রস্তুত তাঁরা৷ বিশ্বকাপ বাছাইপর্বের সব খেলাতেই জিতেছে জার্মানি৷ বিশ্বকাপ গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ঘানা এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷
ক্লাব পর্যায়ে লামের নেতৃত্বে ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস কাপ, বুন্ডেসলিগা এবং জার্মান কাপের শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ৷ পরবর্তীতে ইউরোপীয় সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপাও অর্জন করে বায়ার্ন মিউনিখ৷ ক্লাবের এই অসাধারণ সাফল্য সবসময় মনে রাখবেন ফিলিপ লাম৷
এআই / জেডএইচ (ডিপিএ)