1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের প্রত্যাশায় ফিলিপ লাম

২৮ ডিসেম্বর ২০১৩

জার্মান ফুটবল দলের অধিনায়ক ফিলিপ লাম আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা করছেন৷ জাতীয় দল ছাড়াও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের অধিনায়ক তিনি৷ ২০১৩ সালে তাঁর ক্লাব পাঁচটি শিরোপা অর্জন করে অসাধারণ সাফল্য দেখিয়েছে৷

https://p.dw.com/p/1AhYD
DFB Nationalmanschaft Lahm
ছবি: DFB

জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে লাম বলেন, বিশ্বকাপ শিরোপা পেতে চাইলে জার্মান দলকে সবদিক থেকে ভালো করতে হবে৷ ৩০ বছর বয়সি এই ফুটবলারের সাক্ষাৎকার ওয়েবসাইটে বুধবার প্রকাশ হয়৷

লাম বলেন, ‘‘আমরা জানি, বিশ্বকাপ শিরোপা জেতা অত্যন্ত কঠিন৷ এরকম শিরোপা ঘরে তুলতে চাইলে অনেক কিছু একত্রে করতে হবে৷ এখন পর্যন্ত মাত্র তিনটি জার্মান দল বিশ্ব সেরা হয়েছে৷ আর বিশ্বকাপে প্রতিপক্ষ অবশ্যই দুর্বল নয়৷''

লাম মনে করেন, সরাসরি কাপ জয়ের কথা বললে অন্যান্য দেশের প্রতি অমার্যাদা করা হয়৷ তবে তিনি মানেন, ভক্তদের প্রত্যাশা অনেক৷ বিশেষ করে ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দলের কাছে সমর্থকরা এবার চূড়ান্ত জয়ই আশা করছে৷

Logo Brasilien FIFA 2014
ছবি: picture-alliance/dpa

জার্মানির অধিনায়ক বলেন, ‘‘আমরা নিজেরাই নিজেদের প্রত্যাশার মাত্রা বাড়াচ্ছি৷ আমাদের যোগ্যতা আছে, ক্ষমতা আছে৷ শুভদিনে আমরা যে-কোনো দলকে হারাতে পারি৷ তাই স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে, ক্ষমতার পূর্ণব্যবহার করা এবং যতটা সম্ভব অর্জন করা৷''

লাম জানান, তাঁর দল গত কয়েক বছরে পরিপক্ক হয়েছে৷ এখন সবচেয়ে বড় অর্জনের জন্য খেলতে প্রস্তুত তাঁরা৷ বিশ্বকাপ বাছাইপর্বের সব খেলাতেই জিতেছে জার্মানি৷ বিশ্বকাপ গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, ঘানা এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷

ক্লাব পর্যায়ে লামের নেতৃত্বে ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস কাপ, বুন্ডেসলিগা এবং জার্মান কাপের শিরোপা জয় করেছে বায়ার্ন মিউনিখ৷ পরবর্তীতে ইউরোপীয় সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপাও অর্জন করে বায়ার্ন মিউনিখ৷ ক্লাবের এই অসাধারণ সাফল্য সবসময় মনে রাখবেন ফিলিপ লাম৷

এআই / জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য