ব্রেক্সিট হলে ক্ষতি বাঙালিদের
২৩ জুন ২০১৬সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা হ্যাশট্যাগ চালু করেছেন তাঁরা৷ নাম – #হাগএব্রিট, অর্থাৎ ব্রিটেনের একজন নাগরিককে আলিঙ্গন করুন, একজন ব্রিটিশকে দিন ভালোবাসা৷ তাই লন্ডনের রাস্তায় চোখ রাখলেই দেখা যাবে আলিঙ্গনরত মানুষ৷
চাকরি সূত্রে অথবা ব্যক্তিগত কারণে ইউরোপের অন্যান্য অঞ্চলের নাগরিকদের মধ্যে যাঁরা ব্রিটেনে থাকেন, তাঁরা আজ এগিয়ে এসেছেন ভালোবাসার এই মন্ত্র নিয়ে৷ আবালবৃদ্ধবনিতা সকলকেই জড়িয়ে ধরছেন তাঁরা, বলছেন গণভোটে যেন ‘না' ভোটই দেন৷ কিন্তু ব্রিটেনের মানুষও কি ইউরোপীয়দের মতো করেই ভাবছেন? ডয়চে ভেলের ইয়ান ব্রুক খুঁজে এনেছেন তার উত্তর৷
যা ভাবছেন ব্রিটেনে বসবাসরত বাঙালিরা
আসলে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে আদৌ থাকবে কিনা – তা নিয়ে আলোচনার শেষ নেই৷ ব্রিটেনে বসবাসরত বাঙালিরাও এ নিয়ে চিন্তিত, কারণ ‘ব্রেক্সিট' সফল হলে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হবেন৷ সেখানকার বাঙালি এমপি রুশনারা আলী বলেন, ব্রিটেন ইইউ ত্যাগ করলে ব্রিটিশদের চেয়ে বাঙালিসহ অন্য অভিবাসীরাই চাকরি হারাবে বেশি৷
তাঁর কথায়, ‘‘ইইউ থেকে বেরিয়ে গেলে ইংল্যান্ডকে এক ভয়ানক অর্থনীতির চাপে পড়তে হবে, মন্দার ঝুঁকিতে থাকতে হবে৷ এ কারণে ৫ লাখ মানুষের চাকরি হারানোর আশংকা রয়েছে৷ তাছাড়া একক বাজারের অংশ হিসেবে ইইউ-তে ব্রিটেনের অবস্থান সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ৷ তাই সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে আমাদেরকে ইইউ জোটের মধ্যেই থাকতে হবে৷''
সে কারণেই #হাগএব্রিট অভিযানটি প্রবাসী বাঙালিদের জন্য হয়ে উঠেছে আরো তাৎপর্যপূর্ণ, আরো প্রাসঙ্গিক৷
বন্ধু, আপনি ‘ব্রিক্সিট’-এর পক্ষে না বিপক্ষে? জানান মতামত, লিখুন নীচের ঘরে৷
ডিজি/এসিবি