ভিডিও কলে পুটিনকে হুমকি বাইডেনের
১৩ ফেব্রুয়ারি ২০২২শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে ভিডিও ফোনে আলাপকালে এই হুমকি দেন বাইডেন৷
তিনি বলেন, ‘‘রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো এর সমুচিত জবাব দেবে এবং রাশিয়াকে তাৎক্ষণিক ও কঠোর ফল ভোগ করতে হবে৷’’
তাছাড়া ইউক্রেনে হামলা হলে তার ফল খুব মারাত্মক হবে এবং মস্কো বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি৷
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের পরে বিশ্বজুড়েই অস্থিরতা বিরাজ করছে৷ তাছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর চলমান মহড়া উদ্বেগের জন্ম দিয়েছে৷
যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো সময় রাশিয়া হামলা চালাতে পারে৷ সতর্কতার অংশ হিসেবে পশ্চিমা অনেক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে৷
তবে রাশিয়া বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা তাদের নেই৷
উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনের অংশ হিসেবে ভিডিও কলে আলাপ করেন এই দুই নেতা৷ তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, এক ঘণ্টার আলোচনাটি অনেক পেশাদার হলেও সংকট নিরসনের ক্ষেত্রে নতুন কোনো কার্যকর ভূমিকা তৈরি করতে পারেনি৷
তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সাথে টেলিফোনে কথা বলেন৷ ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয় যে, ৪০ মিনিটের এ আলোচনায় পুটিন এই মুহূর্তে ইউক্রেনে হামলা করবে তেমন কোনা ইঙ্গিত দেননি৷
উল্লেখ্য, ইউক্রেন সংকটের সমাধানে বিশ্বের বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান মস্কো সফর করেন৷
যদিও তাদের সফর সংকট সমাধানে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি৷
আরআর/এফএস (এএফপি, রয়টার্স)